জাতীয়

যাত্রী একেবারেই নেই, ফাঁকা পড়ে আছে বাস

যাত্রী একেবারেই নেই, ফাঁকা পড়ে আছে বাস

২৮ রমজান বিকেল। চাঁদ দেখা সাপেক্ষে ঈদের বাকি সর্বোচ্চ দুদিন। ঈদের ছুটিও শুরু হয়েছে দুদিন আগে। তবুও রাজধানীর গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের তেমন ভিড় নেই। নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে বাস। কোথাও বাস কাউন্টার একদম ফাঁকা। কাউন্টার ম্যানেজাররা কাটাচ্ছেন অলস সময়।

Advertisement

যাত্রীদের নিরাপত্তায় পুলিশ ও সেনা সদস্যদের টহল দিতে দেখা গেছে। জনপ্রতি ২০০-২৫০ টাকা বেশি বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ করেন যাত্রীরা। আর কাউন্টার ম্যানেজারদের দাবি, তারা নিয়মমাফিক ভাড়া আদায় করছেন।

সৌহার্দ পরিবহনের কাউন্টার ম্যানেজার জসিম মিয়াকে কাউন্টারের বাইরে এসে যাত্রী ডাকতে দেখা যায়। রাজবাড়ী ও পাংশার যাত্রী ডাকার মাঝে কথা হয় তার সঙ্গে।

তিনি বলেন, দুই বছর ধরে যাত্রী ডেকে ডেকে বাসে ওঠাই। আগে অনেক যাত্রী ছিল। এ বছর যাত্রী নাই। সারাদিনে মাত্র ৪টা বাস ছাড়লাম। আগে সারাদিনে ১০-১২টা বাস যেত। এখন বাস ফাঁকা পড়ে আছে, কিন্তু যাত্রী নেই।

Advertisement

গতকাল শুক্রবার যাত্রীর ভালো চাপ ছিল। আজ একেবারেই নাই। এবার ঈদযাত্রা মোটামুটি প্রশান্তির। কোনো যানজট নেই, ভোগান্তি নেই- কাউন্টার ম্যানেজার

গোপালগঞ্জগামী স্টার এক্সপ্রেস। তাদের কাউন্টারেও যাত্রীর ভিড় দেখা যায়নি। কাউন্টার ম্যানেজার বাপ্পী বলেন, এখন আসলে গাবতলীতে যাত্রী হয় না। মানুষ অনলাইনে টিকিট কাটে। মোড়ে মোড়ে বাস কাউন্টার। মিরপুরে রাইয়ানখোলা, কালশী, মিরপুর-১০, মিরপুর-১২ নম্বরে কাউন্টার। গাবতলীতে যাত্রী কীভাবে হবে? আগে মানুষ আরিচা হয়ে যেত। এখন যায় পদ্মা সেতু হয়ে।

তিনি বলেন, গতকাল শুক্রবার যাত্রীর ভালো চাপ ছিল। আজ একেবারেই নাই। এবার ঈদযাত্রা মোটামুটি প্রশান্তির। কোনো যানজট নেই, ভোগান্তি নেই।

সোহাগ পরিবহনের কাউন্টার ম্যানেজার মোসাদ্দেক হোসেন বলেন, পদ্মা সেতু হওয়ার পর বরিশাল, খুলনার যাত্রীরা আর গাবতলী আসেন না। মিরপুর, মোহাম্মদপুর এলাকায় যারা থাকেন, তারাই গাবতলী হয়ে যান। এ কারণে এখন এই টার্মিনালে ভিড় কম।

Advertisement

পেশায় চাকরিজীবী আরিফুজ্জামান যাচ্ছিলেন সাতক্ষীরা। স্বাভাবিক সময়ের চেয়ে কাউন্টার থেকে টিকেটের দাম বেশি চাওয়ার কথা জানান তিনি। আরিফুজ্জামান বলেন, ঈদের আগের ভাড়া ৭০০ থেকে ৭৫০ টাকা। তবে এখন ৯৫০ টাকার নিচে কোনো টিকিট নাই। ওরা বলছে চার্ট মেনেই ভাড়া নেয়। কিন্তু বছরের অন্য সময় চার্টের ভাড়া হারিয়ে যায়।

লম্বা ছুটি শুরুর আগেই ঈদযাত্রা শুরু হয়ে গেছে মানুষের। বৃহস্পতিবার শেষ কর্মদিবস হওয়ায় বিকেলে বাস কাউন্টারগুলোতে চাপ বাড়ে, এছাড়া শুক্রবারও প্রচুর মানুষ ঢাকা ছেড়েছে বলে জানিয়েছেন কাউন্টার ম্যানেজাররা

রাজশাহীগামী রজনীগন্ধা পরিবহনকেও রাস্তার ধারে যাত্রী নিতে দেখা যায়। নাটোরের ভাড়া ৭০০ টাকা চাওয়ায়, এক যাত্রী বলেন, এটা রীতিমতো ডাকাতি। ৫৮০ টাকা ভাড়া, ৭০০ টাকা কেন?

জবাবে টিকিট বিক্রেতা বলেন, বাস ফাঁকা আসছে। সেটা দেখবেন না? ঈদের সময় বাড়ায়া দিবেন না?

আগামী ৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতর ধরে আগেই ছুটি ঘোষণা করেছে সরকার। এবার আগে-পরের ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটিতে থাকবেন সরকারি চাকরিজীবীরা।

আরও পড়ুন: পাটুরিয়ায় মানুষের অপেক্ষায় লঞ্চ, গাড়ির অপেক্ষায় ফেরি

লম্বা ছুটি শুরুর আগেই ঈদযাত্রা শুরু হয়ে গেছে মানুষের। বৃহস্পতিবার শেষ কর্মদিবস হওয়ায় বিকেলে বাস কাউন্টারগুলোতে চাপ বাড়ে, এছাড়া শুক্রবারও প্রচুর মানুষ ঢাকা ছেড়েছে বলে জানিয়েছেন কাউন্টার ম্যানেজাররা।

গাবতলী টার্মিনাল থেকে অনেকে পাটুরিয়া পর্যন্ত বাসে গিয়ে লঞ্চে পদ্মা পার হন। ওপারে গিয়ে আবার বাসে করে গন্তব্যে যান।

শনিবার পাটুরিয়াগামী বাসে যাত্রীর চাপ দেখা গেছে। আগে পাটুরিয়ার ভাড়া ৩৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত নেওয়া হতো বলে যাত্রীরা অভিযোগ করেছেন। শনিবার দেখা গেছে, ভাড়া হাঁকছে ২০০ টাকা।

বেশি ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগ প্রসঙ্গে পাবনাগামী বাংলা স্টার পরিবহনের কাউন্টার ম্যানেজার সাইম হাসান বলেন, আমরা পাবনার ভাড়া আগেও ৬৫০ টাকা নিতাম, এখনো তাই নেই। যারা কাউন্টার থেকে যাত্রী উঠায় তারা বেশি ভাড়া রাখতে পারে না। চার্ট অনুযায়ী ভাড়া রাখতে হয়।

এসএম/এমএইচআর/জেআইএম