লাহোর কালান্দার্সের দায়িত্ব নিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক হেড কোচ রাসেল ডোমিঙ্গো। ড্যারেন গফের স্থলাভিষিক্ত হিসেবে পাকিস্তান ক্রিকেট লিগের (পিএসএল) দলটির হেড কোচ হয়েছেন তিনি। কালান্দার্স জানিয়েছে, ব্যক্তিগত জরুরি প্রয়োজনে দায়িত্ব ছেড়েছেন গফ।
Advertisement
গত বছর গায়ানায় গ্লোবাল লিগে কালান্দার্সের কোচ হিসেবে নিয়োগ পান গফ। ধারণা করা হচ্ছিল, পিএসএলের দশম আসরেও দলটির হেড কোচ থাকবেন তিনি। গতবার গ্রুপপর্ব থেকে ছিটকে পড়া কালান্দার্স গফের কাজ দেখে তাকে দীর্ঘমেয়াদে রাখতে চেয়েছিল। শেষ মুহূর্তে এসে নিজেকে সরিয়ে নিযেছেন গফ।
এদিকে নতুন দায়িত্ব পেয়ে ভীষণ উচ্ছ্বসিত রাসেল ডোমিঙ্গো। তিনি বলেন, ‘২০২৫ সালের পিএসএল মৌসুমে লাহোর কালান্দার্সের অংশ হতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। কাজ শুরু করা, খেলোয়াড়দের সঙ্গে দেখা করা, ম্যানেজম্যান্টের সঙ্গে পরিচিত হওয়া এবং দুর্দান্ত একটি অভিযানের জন্য প্রস্তুতি শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি। আমরা জানি আমাদের বিশ্বস্ত সমর্থকদের কাছ থেকে আমাদের সমস্ত সমর্থন থাকবে এবং আগামী সপ্তাহগুলিতে আমি আপনাদের সকলকে গর্বিত করার জন্য উন্মুখ হয়ে আছি।’
লাহোর কালান্দার্সের সহ-মালিক সামিন রানা বলেন, ‘পিএসএল ১০-এর জন্য রাসেল ডোমিঙ্গোকে প্রধান কোচ হিসেবে পেয়ে আমরা খুব খুশি। রাসেলের আন্তর্জাতিক পর্যায়ে বিশাল অভিজ্ঞতা রয়েছে যা তাকে কালান্দার্সের জন্য এক অমূল্য সম্পদ হতে পারে। আমরা বিশ্বাস করি তার দক্ষতা পিএসএল ১০-এ আমাদের দলের সাফল্যে ব্যাপক অবদান রাখবে।’
Advertisement
আগামী ১১ এপ্রিল থেকে মাঠে গড়াবে পিএসলের আসর। রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে লাহোর কালান্দার্স।
এমএমআর/জেআইএম