স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে শেষ সময়ে এসে মানুষ ভিড় করছেন বাসস্ট্যান্ডে। দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে টিকিট কাটতে ব্যস্ত যাত্রীরা। তবে এবার সড়কে যানজট না থাকায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করছেন।
Advertisement
শনিবার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জের শিমরাইল মোড় ও সাইনবোর্ডে এমন দৃশ্য দেখা যায়।
শারমিন আক্তার নামে এক যাত্রী বলেন, নোয়াখালী গিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঈদ উদযাপন করবো। রাস্তাঘাট ফাঁকা আছে। তাই এবার আর টেনশন নেই।
আলমাস নামের আরেক যাত্রী বলেন, গত বছরের চেয়ে এবার আরামদায়ক যাত্রা পাবো । কারণ হাইওয়েতে যানজট নাই।
Advertisement
টিকিটের মূল্য বেশি রাখা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, না ভাড়া আগের মতো রাখা হয়েছে।
এনা পরিবহনের টিকিট বিক্রেতা আল আমিন বলেন, সকালে যাত্রী না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা আসছেন। তবে বিকেলের দিকে আরও বাড়বে যাত্রী।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম বলেন, আমরা দিবারাত্রি মহাসড়কে কাজ করছি। যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাক এটাই আমাদের মূল লক্ষ্য। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়েও আমরা সতর্ক আছি। সবসময় নজর রাখা হচ্ছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে আমরা মহাসড়কে রয়েছি। অতিরিক্ত ভাড়া আদায় করা হলে ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
মো. আকাশ/জেডএইচ/এএসএম