মার্ক চাপম্যানের দুর্দান্ত সেঞ্চুরির পর বোর্ডে যখন নিউজিল্যান্ড ৩৪৪ রানের বিশাল স্কোর জমা করে ফেললো তখনই পাকিস্তানের পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিলো। তবুও বাবর আজম এবং সালমান আলি আগা লড়াই করেছিলেন কিউই বোলারদের বিপক্ষে।
Advertisement
শেষ পর্যন্ত পাকিস্তান অলআউট হয়ে যায় ৪৪.১ ওভারে ২৭১ রানে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৭৩ রানের বড় ব্যবধানে হারলো পাকিস্তান। বাবর আজম করেন ৭৮ রান এবং সালমান আলি আগা করেন ৫৮ রান।
৩৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার উসমান খান এবং আবদুল্লাহ শফিকি দারুণ সূচনা করেছিলেন। ৮৩ রানের জুটি গড়েন তারা দু’জন। এ সময় ৩৩ বলে ৩৯ রান করে আউট হয়ে যান ওয়ানডেতে অভিষেক হওয়া উসমান খান। ৪টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মারও মারেন তিনি।
৩৬ রান করে আউট হন আবদুল্লাহ শফিক। এরপর ৭৬ রানের জুটি গড়ে তোলেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। ৩৪ বলে ৩০ রান করে আউট হন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। এরপর ৮৫ রানের জুটি গড়ে তোলেন বাবর আজম এবং সালমান আলি আগা।
Advertisement
৮৩ বলে ৭৮ রান করে আউট হন বাবর আজম। ৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কার মার মারেন তিনি। ৪৮ বলে ৫৮ রান করে আউট হন সালমান আলি আগা।
বাবর আজম আউট হওয়ার পর একপ্রান্তে সালমান আলি আগা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন অন্যদের আসা-যাওয়া। তৈয়ব তাহির ১ রান করে আউট হন। ইরফান খান আউট হন কোনো রান না করেই। নাসিম শাহও একইভাবে আউট হলেন কোনো রান না করে। হারিস রউফ এবং আকিফ জাভেদ আউট হন ১ রান করে সংগ্রহ করে।
শেষ পর্যন্ত ৪৪.১ ওভারে পাকিস্তান অলআউট হয়ে গেলো ২৭১ রান। নিউজিল্যান্ডের হয়ে নাথান স্মিথ ৮.১ ওভারে ৬০ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন। ২ উইকেট নেন জ্যাকব ডাফি। ১টি করে উইকেট নেন উইল ও’ররকি, মিচেল ব্রেসওয়েল এবং মোহাম্মদ আব্বাস নেন ১টি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রান করে নিউজিল্যান্ড। মার্ক চাপম্যান ১১১ বলে ১৩২ রান করেন। ৭৬ রান করেন ড্যারিল মিচেল এবং মোহাম্মদ আব্বাস করেন ৫২ রান।
Advertisement
আইএইচএস/