এই শহরের রঙিন আলোর বিজ্ঞাপনেমানুষগুলো আস্ত একটা বিলবোর্ড!আলো-ছায়ার অদ্ভুত অন্ধকারেডুবে আছে মায়ার এই নগরী।
Advertisement
ডিজিটাল কোনো ক্রীতদাসআমাদের জীবন বোধ নিলামে তোলেঅথচ তুমি আমি আমরা টিউবের মতো জ্বলিফেরারী আলোর অধিকারে—অন্ন, বস্ত্র, খাদ্য, শিক্ষা আর বাসস্থানেরকাঠামোর ভিতে গড়া চর্মসার কঙ্কালগুলোবহুতল আলিসান দালানের কংক্রিটের ঢালাই।
সোডিয়ামের মেকি আলোর নিচেনর্তকী আর নগ্নতায় মানুষ বিক্রি হয়মদের দলিল আর ক্যাফেইনের ঘোরে।‘এবার সত্য জীবন চাইমানবিক দর্শন আর পারলৌকিক অমরত্বের’
এসইউ/এএসএম
Advertisement