লাইফস্টাইল

পুরোনো পাঞ্জাবির ভাজে মধ্যবিত্তের ঈদ আনন্দ

পুরোনো পাঞ্জাবির ভাজে মধ্যবিত্তের ঈদ আনন্দ

দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদ। আর মাত্র দিন পাঁচেক পরই ঈদ আনন্দে মেতে উঠবেন ইসলামধর্মালম্বী ছোট-বড় সবাই। সেই লক্ষে পরিবার ও প্রিয়জনের জন্য নতুন নতুন পোশাক কিনছেন সবাই। আর এজন্য বেশ মোটা অংকের টাকা গুনতে হয়। যা মধ্য ও নিম্নবিত্তদের জন্য কষ্ট সাধ্য।

Advertisement

টাকা থাকুক বা না থাকুক সন্তান ও পরিবারের কথা মাথায় রেখে যেভাবেই হোক কেনাকাটা করেন বাবারা। তবে নিজের জন্য কেনা হয় না তেমন কিছুই। অনেকে এক পাঞ্জাবি দিয়েই পার করে ফেলেন বেশ কয়েকটি ঈদ। ভাজ করে রাখা পুরোনো পাঞ্জাবিতেই লুকিয়ে থাকে তাদের ঈদ আনন্দ।

আরও পড়ুন:

মধ্য ও নিম্নবিত্তদের ভরসা ফুটপাতের দোকান মৌচাক মার্কেটে একদিন

ঈদে নতুন পোশাক একটা আবেগের জায়গা। অন্য সময় যেমনই হোক সবাই নতুন ও ভালো পোশাকেই ঈদ আনন্দে মেতে উঠতে চান। তবে সবার নতুন পোশাক কেনার সুযোগ বা সামর্থ্য থাকে না। তারা পুরোনো কাপড়েই কাটান ঈদ। তবে আপনি চাইলে ঈদের আগেই পুরোনো কাপড়কে প্রস্তুত করতে পারেন নতুনের মতো করে।

Advertisement

ঈদের আগেই আলমারিতে থাকা পুরোনো পাঞ্জাবি নামিয়ে ধুয়ে আয়রন করে নিন। এতে পুরোনো পাঞ্জাবিও নতুনের মতো মনে হবে। এছাড়া এক রঙা পাঞ্জাবি থাকলে সেটাতে সুই-সুতা দিয়ে সামান্য কারুকাজ করে নিতে পারেন। এতে করে আপনার পাঞ্জাবিতে নতুন ভাব চলে আসবে।

মার্কেটে নতুনের পাশাপাশি কম দামে পাওয়া যায় পুরোনো পাঞ্জাবিও। যাদের ঘরে পরার মতো পুরোনো পাঞ্জাবি নেই তারা চাইলে খোলা মার্কেট থেকে কম দামে পাঞ্জাবি কিনে নিতে পারেন।

জেএস/এমএস

Advertisement