পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফাঁকা হচ্ছে ঢাকা। নাড়ির টানে ঘরে ফিরছে মানুষ। উত্তরবঙ্গসহ কয়েকটি রুটের ঘরমুখো এসব যাত্রীদের বহন করা বাস এসে ভিড়ছে যমুনা সেতুতে। একে একে পার হচ্ছে গাড়ি।
Advertisement
ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে এ সংখ্যা। একদিনে (গত ২৪ ঘণ্টায়) এ সেতুর ওপর দিয়ে ৪৮ হাজার ৩৩৫টি গাড়ি চলাচল করেছে। এতে উভয় পাশে টোল আদায় হয়েছে তিন কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।
শনিবার (২৯ মার্চ) ভোরে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনগত রাত ১২টা থেকে শুক্রবার (২৮ মার্চ) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যমুনা সেতু দিয়ে গাড়ি পারাপার হয়েছে ৪৮ হাজার ৩৩৫টি। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ৩০ হাজার ৩৯৮ ও উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে ১৭ হাজার ৯৩৭ গাড়ি চলাচল করেছে।
Advertisement
এর মধ্যে পূর্ব টোলপ্লাজায় এক কোটি ৯০ লাখ ৯৮ হাজার ৫৫০ টাকা ও পশ্চিম টোলপ্লাজায় আদায় হয়েছে এক কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫০ টাকা।
নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল আরও জানান গত ২৪ ঘণ্টায় স্বাভাবিকের তুলনায় তিনগুন গাড়ি পারাপার হয়েছে। তবে এই সংখ্যা আজও কিছুটা বাড়তে পারে বলে তিনি জানান।
এম এ মালেক/এসআর
Advertisement