রংপুরে আদুরী বেগম (২৮) নামের এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ। এসময় অপহরণের শিকার চার শিশুকে উদ্ধার করা হয়েছে।
Advertisement
শুক্রবার (২৮ মার্চ) রাত সোয়া ১০টার দিকে রংপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
শিশু অপহরণকারী আদুরী বেগম কুড়িগ্রামের উলিপুর উপজেলার ফকিরচর গ্রামের মনসুর আলীর স্ত্রী।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনের বেলা আদুরী বেগম নামের ওই নারী নগরীর ৭ নম্বর ওয়ার্ডের তপোধন গ্রামে এক বাড়িতে গিয়ে আশ্রয় প্রার্থনা করেন। একপর্যায়ে ওই বাড়ির অভিভাবক আশিকুল ইসলাম তাকে আশ্রয় দেন। রাতে ওই বাড়িতে অবস্থান করেন এবং সেহরি খান। শুক্রবার সারাদিন ওই বাড়িতেই ছিলেন। সন্ধ্যায় ইফতার শেষে ৬-১০ বছরের চার শিশুকে নিয়ে উধাও হয়ে যান। এসময় সন্তানদের না পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানান অভিভাবকরা।
Advertisement
অপহরণের শিকার চার শিশু
পুলিশ সূত্রে জানা যায়, তপোধন গ্রাম থেকে চার শিশু নিয়ে ওই নারী ইফতারের পর উধাও হন। এরপর বিষয়টি পুলিশের বিভিন্ন ইউনিটকে জানানো হলে রেলস্টেশন, বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় পুলিশ। এরপরই রেলস্টেশন এলাকায় চার শিশুসহ ওই নারীকে সন্দেহভাজন ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে চার শিশুকে উদ্ধার করে। এসময় অপহরণকারী নারীকে আটক করে জিআরপি ব্যারাকে নিলে স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দেয়।
ওই নারীর প্রকাশ্যে বিচার দাবি করে তাকে মারধরের চেষ্টা করেন উত্তেজিত লোকজন। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যৌথবাহিনীর নিরাপত্তায় ওই নারীকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে রংপুর রেলস্টেশনের সুপার শংকর গাঙ্গুলি বলেন, ধারণা করা হচ্ছে ওই চার শিশুকে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছে।
Advertisement
রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, চার শিশুসহ আদুরী বেগম নামের এক নারীকে আটক করা হয়। পরে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসির উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
জিতু কবীর/এসআর