খেলাধুলা

ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার

ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার

মাসুরা পারভীন ও রূপনা চাকমার পর ভুটানের ঘরোয়া লিগের ক্লাব চুক্তি করেছে বাংলাদেশের আরো চার নারী ফুটবলারের সঙ্গে। তারা হলেন সাবিনা খাতুন, মাৎসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।

Advertisement

এই চারজন খেলবেন পারো এফসিতে। বাফুফে এরই মধ্যে এই চার ফুটবলারকে ভুটানের লিগে খেলার ছাড়পত্র দিয়েছে। ১৫ এপ্রিল শুরু হওয়ার কথা ভুটানের ঘরোয়া নারী ফুটবল লিগ।

বাংলাদেশের দুই ফুটবলার মাসুরা পারভীন ও রূপনা চাকমাকে দলভুক্ত করেছে ট্রান্সপোর্ট ইউনাইটেড। এই দুই ফুটবলারকে ভুটানের লিগে খেলার অনুমতি আগেই দিয়েছে বাফুফে। ঈদের আগেই তাদের যাওয়ার কথা ছিল। এখন তাদের যাওয়ার নতুন তারিখ ৬ এপ্রিল।

শুক্রবার বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, ‘৬ এপ্রিল এই ফুটবলাররা বাফুফের আবাসিক ক্যাম্পে যোগ দেবেন। ওই দিনই এই ৬ ফুটবলারের ভুটান যাওয়ার কথা রয়েছে। তবে যদি ফ্লাইট পরিবর্তন করতে পারেন, তাহলে কয়েকদিন এখানে অনুশীলন করে ভুটানের ক্লাবে যোগ দেবেন সাবিনাসহ ৬ ফুটবলার। আর যদি নাও পারে সমস্যা নেই। কারণ, ওখানে গিয়ে সবাই অনুশীলন ও লিগ শুরু হলে খেলার মধ্যে থাকবে। আশা করি কোনো সমস্যা হবে না। আমাদের টুর্নামেন্টের আগে ওদের আবার ডেকে নেবো।’

Advertisement

ঈদের আগে চুক্তিবদ্ধ নারী ফুটবলারদের বেতন না পাওয়া প্রসঙ্গে মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘মেয়েদের বেতন রেডিই আছে। এবার যারা বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তাদের কারও ব্যাংক হিসাব আছে, কারও নেই। তাই বেতন পাঠানো যায়নি। ৬ এপ্রিল ক্যাম্পে উঠলে একদিনের মধ্যে ব্যাংক হিসাব খুলে সবার বেতন একসঙ্গে ট্রান্সফার করা হবে। কারণ, বেতন আলাদা আলাদা করে দেওয়া হয়ে না। যতজনের সঙ্গে চুক্তি হয়েছে সবার বেতন একসঙ্গেই ব্যাংকে পাঠানো হয়।’

আরআই/এসআর