দেশজুড়ে

টেন্ডার নিয়ে বিএনপির দু’পক্ষের পাল্টাপাল্টি হামলা, অফিস ভাঙচুর

টেন্ডার নিয়ে বিএনপির দু’পক্ষের পাল্টাপাল্টি হামলা, অফিস ভাঙচুর

নাটোরের লালপুরে টেন্ডারের লটারিকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ছয়জন আহত হয়েছেন।

Advertisement

সোমবার (৩১ মার্চ) রাত সোয়া ১১টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ইউনিয়ন বিএনপির অফিস ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

আহতরা হলেন, ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও আব্দুলপুর গ্রামের সেকেন্দার প্রামাণিকের ছেলে জুলহাস আলী (৫৫), রিপন আলীর ছেলে রাফি (২২), করিম মণ্ডলের ছেলে অন্তর (২১), জারেফ আলীর ছেলে শিশির (১৪), হাজ্জাজের ছেলে শুভ্র (৩০) ও আব্দুর সোবহানের ছেলে আলমগীর (৪৫)।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ঈদের দিন বিকেলে বাওড়া রেলব্রিজের টেন্ডারের লটারি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার একপর্যায়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফের আত্মীয় ইসলামপুর গ্রামের নাহিদ ও তার বন্ধু আরিফুলসহ কয়েকজন বিএনপি নেতা জুলহাসের আত্মীয় রাফি, অন্তর ও শিশিরকে মারধর করেন। এই ঘটনার জেরে পরে আরিফের সমর্থক শুভ্র ও কালাম জুলহাস আলীকে মারধর করেন। এতে শুভ্র ও আলমগীর নামে আরও দুজন আহত হন। এসময় দলীয় কার্যালয় ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

Advertisement

এ বিষয়ে হামলায় জড়িতদের বক্তব্য জানতে চাইলে তারা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তুচ্ছ ঘটনায় তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে।

এ বিষয়ে চংধুপইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুলহাস আলী বলেন, আমাদের অন্যায়ভাবে মারা হয়েছে। আমরা সুষ্ঠ বিচার চাই।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।

রেজাউল করিম রেজা/এমএন/এএসএম

Advertisement