রাজনীতি

প্রয়াত বিএনপি নেতাদের পরিবারের মধ্যে তারেক রহমানের ঈদ উপহার

প্রয়াত বিএনপি নেতাদের পরিবারের মধ্যে তারেক রহমানের ঈদ উপহার

চট্টগ্রামে প্রয়াত বিএনপি নেতাদের পরিবারের মধ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

Advertisement

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে সাংবাদিক বিপ্লব পার্থের তত্ত্বাবধানে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

আরও পড়ুন আইজিপিকে তারেক রহমানের ঈদের শুভেচ্ছা নির্বাচন নিয়ে পতিত সরকারের মতোই বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার: রিজভী

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহ আলম, সাবেক শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী, সাবেক প্রশিক্ষণ সম্পাদক শফিক আহমেদ, বিএনপি নেতা রফিকুল ইসলাম মাস্টার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা ডা. রাজীব বিশ্বাস, বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, মো. রিপন প্রমুখ।

নেতারা এ সময় প্রয়াত বিএনপি নেতাদের পরিবারের খোঁজখবর নেন এবং দলে তাদের ভূমিকা স্মরণ করেন।

Advertisement

এমডিআইএইচ/কেএসআর/এএসএম