জাতীয়

বেইজিংয়ে উৎপাদন ও বাজার সম্ভাবনা বিষয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা

বেইজিংয়ে উৎপাদন ও বাজার সম্ভাবনা বিষয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা

চীনের রাজধানী বেইজিংয়ে ‘বাংলাদেশ ২.০: উৎপাদন ও বাজার সম্ভাবনা’ শীর্ষক উচ্চ পর্যায়ের গোলটেবিল আলোচনায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

Advertisement

শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ের দ্য প্রেসিডেনশিয়াল হোটেলে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য জানান।

আরও পড়ুন চীন-বাংলাদেশ যৌথ বিবৃতিতে যা আছে

চীন সরকারের আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা ব্যস্ত সময় কাটাচ্ছেন।

Advertisement

আজ সকালে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এছাড়া উপ-রাষ্ট্রপতি হান ঝেং ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করেন।

সফর শেষে আগামী ২৯ মার্চ তিনি দেশে ফিরে আসবেন প্রধান উপদেষ্টা।

এমইউ/বিএ/জিকেএস

Advertisement