যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় অব্যাহত হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে প্রতিদিন যেমন নিহতের ঘটনা ঘটছে তেমনি বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা।
Advertisement
এমন পরিস্থিতিতে জাতিসংঘ জানিয়েছে, অবরুদ্ধ গাজায় নতুন করে হামলা শুরুর পর গত এক সপ্তাহে এক লাখ ৪২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
তাছাড়া দখলদার বাহিনী সবশেষ তাঁবু ও চ্যারিটি কিচেনে হামলা চালিয়েছে। এতে অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ১৮৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন এক লাখ ১৩ হাজার ৮২৮ জন।
Advertisement
যদিও গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। কারণ যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন তারা আর বেঁচে নেই বলে ধরে নেওয়া হয়েছে।
এদিকে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজা থেকে তাদের এক-তৃতীয়াংশ কর্মীকে সরিয়ে আনা হবে। কোনোভাবেই তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। ফলে কর্মীদের তারা গাজায় রাখতে চাইছেন না।
হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে শিশু ও নারীও আছে। জাতিসংঘের কর্মীরাও আহত হয়েছেন।
সূত্র: আল-জাজিরা
Advertisement
এমএসএম