খেলাধুলা

বিকেলে ঢাকায় ফিরছেন হামজা চৌধুরীরা

বিকেলে ঢাকায় ফিরছেন হামজা চৌধুরীরা

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলে বুধবার ঢাকায় ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মেঘালয়ের শিলং থেকে ভোরেই দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন হামজা চৌধুরীরা। শিলং থেকে গুয়াহাটি-কলকাতা হয়ে বাংলাদেশ সময় বিকাল ৫টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা বাংলাদেশ দলের।

Advertisement

বাংলাদেশ দলের প্রাণভোমরা হামজা চৌধুরী ঢাকায় একদিন থেকে চলে যাবেন লন্ডন। স্থানীয় খেলোয়াড়রা যাবেন নিজ নিজ ক্লাব কিংবা বাসায়।

বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এ ম্যাচটি ঢাকা জাতীয় স্টেডিয়ামে আয়োজনের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে এই সময়ের মধ্যে স্টেডিয়াম সংস্কার সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়েছে বাফুফেকে।

বাংলাদেশ ২০১৯ সালে কলকাতার সল্টলেকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলে জিততে জিততে ড্র করে ফিরেছিল। এবার শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ ভালো ফুটবল খেলেও ভারতকে হারাতে পারেনি।

Advertisement

গোলশূন্য ড্র করে এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে। মঙ্গলবার বাছাইয়ের 'সি' গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিল সিঙ্গাপুর ও হংকং। সিঙ্গাপুরে হওয়া ওই ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

বাংলাদেশ ও ভারতের ম্যাচের সবচেয়ে আলোচিত দিক ছিল, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরীর লাল-সবুজ জার্সিতে অভিষেক এবং অবসর ভেঙে ফিরে আসা ভারতের স্ট্রাইকার সুনিল ছেত্রি।

হামজা নিজের কারিশমা দেখালেও সুনিল সেভাবে মেলে ধরতে পারেননি নিজেকে। ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ডকে শেষ দিকে তুলে নিয়েছিলেন ভারতের স্প্যানিশ কোচ।

আরআই/এমএমআর/জেআইএম

Advertisement