মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক (ডিজি) বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক খান হাবিবুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৫ মার্চ) দিনগত রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
Advertisement
কয়েক মাস ধরে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়ছিলেন অধ্যাপক খান হাবিবুর রহমান। শেষ পর্যন্ত হার মানলেন তিনি।
বরিশাল বিএম কলেজে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক খান হাবিবুর রহমানের দীর্ঘ কর্মজীবন। ঝালকাঠির এ কৃতিসন্তান প্রাণিবিদ্যার অধ্যাপক ছিলেন। ব্যক্তিজীবনে তিনি একজন ভালো মানুষ, সৎ, দক্ষ ও কর্তব্যনিষ্ঠ কর্মকর্তা ছিলেন।
তিনি জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
Advertisement
এএএইচ/জেএইচ/এএসএম