অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক ওবায়দুর মাসুমের ওপর অতর্কিত হামলা করেছে পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার (২৫ মার্চ) মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে এ ঘটনা ঘটে।
Advertisement
মাসুম জানান, তিনি তার অফিস বিডিনিউজ থেকে মোটরসাইকেলে করে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দিকে যাওয়ার পথে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তায় একজন বাইকারকে মারধর করতে দেখেন। এ ঘটনার ছবি তোলার কারণে পরিবহন শ্রমিকরা সাংবাদিক ওবায়দুর মাসুমের ওপর হামলা চালায়। এ সময় তাকে ঘিরে ধরে বেধড়ক পেটাতে থাকে তারা। এতে সাংবাদিক মাসুমের ঘাড়ে প্রচণ্ড আঘাত পান। এরপর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বিশ্রামে রয়েছেন।
ওবায়দুর মাসুম বলেন, ‘কোনো কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞাতনামা বেশ কয়েকজন শ্রমিক কিল-ঘুষি মারতে থাকেন। নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়ার পর আরও বেশি মারতে থাকেন। এ সময় আশপাশের লোক এসে আমাকে উদ্ধার করে।’
মাসুম তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ওবায়দুর মাসুম ডিআরইউ-এর স্থায়ী সদস্য এবং ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) সভাপতি। তার ওপর হামলার জন্য ডিআরইউ ও ডুরা তীব্র নিন্দা জানিয়েছে।
Advertisement
ডুরা সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা এক বিবৃতিতে এ ঘটনার জন্য তীব্র নিন্দা জানান। পাশাপাশি হামলার ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। হামলাকারীরা গ্রেপ্তার না হলে গণমাধ্যমকর্মীদের ওপর একের পর এক এভাবে আঘাত আসতেই থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
এমএমএ/এমআরএম