রাজনীতি

মিনহাজের সঙ্গে নেতাকর্মীদের সম্পর্ক না রাখার আহ্বান বিএনপির

মিনহাজের সঙ্গে নেতাকর্মীদের সম্পর্ক না রাখার আহ্বান বিএনপির

ভিন্ন ভিন্ন কায়দায় প্রতারণা করে অর্থ উপার্জন করা আশরাফুজ্জামান মিনহাজের সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পর্ক না রাখার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

Advertisement

এতে বলা হয়, ‘দুর্ধর্ষ এক প্রতারকের নাম আশরাফুজ্জামান মিনহাজ’ শিরোনামে একটি সংবাদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দৃষ্টি আকর্ষিত হয়েছে। সংবাদটিতে বলা হয়েছে যে, আশরাফুজ্জামান মিনহাজের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সখ্যতা রয়েছে, এমনটি দাবি করে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছেন মিনহাজ। তার এই দাবি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মূলত আশরাফুজ্জামান মিনহাজ একজন প্রতারক ও ধান্দাবাজ। বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে অপকর্ম করে বেড়ানোই তার মূল পেশা। কথিত আশরাফুজ্জামান মিনহাজের সঙ্গে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হলো।

এর আগে মিনহাজের সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের একটা টেলিকথন ভাইরাল হয়। ওই কথোপকথনে মিনহাজ নিজেকে তারেক রহমানের উপদেষ্টা পরিচয় দিয়ে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য করার ক্ষেত্রে সুপারিশ করেছে বলে জানান।

Advertisement

কেএইচ/এমআইএইচএস/এএসএম