ঈদের নতুন পোশাক পেয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশু। বুধবার (২৬ মার্চ) সকালে পিস ফর পিপল ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ পোশাক বিতরণ করা হয়।
Advertisement
সংগঠনের ঈদ পোশাক বিতরণ কর্মসূচি আনন্দ ঝিলিক-১ এর আওতায় সিদ্ধিরগঞ্জ বাজার ও মিজমিজি এলাকার অর্ধশতাধিক মেয়ে শিশুকে ফ্রক-পায়জামা এবং ছেলেদের শার্ট-গেঞ্জি-প্যান্ট দেওয়া হয়েছে।
পিস ফর পিপল ফাউন্ডেশনের সদস্যরা জানান, সংগঠনের সব সদস্যদের সহযোগিতায় সম্পন্ন হয়েছে পুরো আয়োজন। অতীতের মত ভবিষ্যতেও সমাজে সুবিধাবঞ্চিতদের পাশে এবং পরিবেশ রক্ষায় কাজ করে যাবে পিস ফর পিপল ফাউন্ডেশন।
এসময় উপস্থিতি ছিলেন, পিস ফর পিপলের প্রেসিডেন্ট মো. তোফায়েল আহমেদ, সেক্রেটারি মো. আশিকুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মামুন প্রধান, ফান্ড রাইজিং সেক্রেটারি সোলাইমান আসিফ, প্রোগ্রাম সেক্রেটারি মো. আল-আমিন, অফিস সেক্রেটারি মাজহার ইমন, কার্যনির্বাহী সদস্য আব্দুর রহমান ও শুভাকাঙ্ক্ষী সদস্য মো. সজীব।
Advertisement
এর আগে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়া পর থেকে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করছে পিস ফর পিপল ফাউন্ডেশন।
মো. আকাশ/আরএইচ/জেআইএম