আকাশ দেখা তোমার সাথে আর কখনো জমবে নাকেড়ে নিলেও ভালো থাকা ভালোবাসা কমবে না রোদের ওপর মেঘ ভাসবে রইবে আকাশ চুপ যেন এমন দিনে নয়ন জলে বৃষ্টি বইবে খুব কেন?
Advertisement
একলা থাকা এক বিকেলে মনের ব্যথা কমবে নাবুকপকেটের একটি চিঠির আকুলতা দমবে নানীরব ব্যথায় নিয়ন আলো লাগবে জানি খুব বুনোতবুও বলি সময় পেলে মনের কথা আজ শোনো!
ভরদুপুরে বুকের দহন শীতলতা মানবে নাহৃদয়জুড়ে ব্যাকুলতা কেউ বুঝি তা জানবে না পোড়বে যখন মনখানি চাইবে তোমায় ঠিক জেনোচলতে গিয়ে মন ভুলে ভুলছি না কো একদিনও!
গভীর রাতে তোমার এখন আকাশ দেখা বারণজানতে আজও ইচ্ছে জাগে ফিরিয়ে দেবার কারণভুল জ্যোৎস্নায় মন পুড়ে যায় আবার যদি কখনো বলবে নাকি ভালোবাসা নকল ছিল শেখানো!
Advertisement
এসইউ/জিকেএস