জাতীয়

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৭ জনকে স্বাধীনতা পুরস্কার-২০২৫ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের স্বজনদের মধ্যে এই পুরস্কার তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Advertisement

এ বছর দেশের সর্বোচ্চ বেসামরিক এই পুরস্কার দেওয়ার জন্য ৭ জনের নাম ঘোষণা করেছিল সরকার। তবে স্বাধীনতা পুরস্কার না নেওয়ার ঘোষণা দেন লেখক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দীন উমর। তার পুরস্কার জাতীয় জাদুঘরে রাখবে সরকার। এছাড়া মরণোত্তর পুরস্কারপ্রাপ্ত আরেকজনের পরিবার বিদেশে থাকায় সেখানে পুরস্কার পৌঁছে দিবে সরকার।

এর আগে গত ১১ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়।

এবার বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর) ও সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। জামাল নজরুল ইসলামের মেয়ে সাদাফ সাদ সিদ্দিকী ও আল মাহমুদের মেয়ে আতিয়া মীর পুরস্কার গ্রহণ করেন।

Advertisement

এছাড়া সংস্কৃতিতে ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর) এবং মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর) পুরস্কার পেয়েছেন। ফজলে হাসান আবেদের ছেলে শামেরান আবেদ ও আজম খানের মেয়ে অরণী খান পদক গ্রহণ করেন। নভেরা আহমেদের পুরস্কার প‌্যারিসে বাংলাদেশ দূতাবাসের মাধ‌্যমে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। 

শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন আবরার ফাহাদ (মরণোত্তর)। কিন্তু বদরুদ্দীন উমর পুরস্কার গ্রহণ করেননি। সরকার তার ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে পুরস্কারের একটি রেপ্লিকা জাতীয় জাদুঘরে সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে সরকার তার পুরস্কারের উপযুক্ততার বিষয়ে নিসংশয় বলে অনুষ্ঠানে জানান মন্ত্রিপরিষদ সচিব।

অন্যদিকে আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন পদক গ্রহণ করেন।

২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

Advertisement

অনুষ্ঠানে পদকপ্রাপ্ত সুধীজনের নাম ঘোষণা ও পরিচিতি পাঠ করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের পরিবারের সদস‌্যরা প্রতিক্রিয়া জানান।

অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, জাতীয় সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, সরকারের পদস্থ সামরিক এবং বেসামরিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, কবি-সাহিত্যিক-বুদ্ধিজীবী এবং দেশ বরেণ্য ব্যক্তিত্বসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আরএমএম/এসএনআর/এমএমএআর