রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক বাংলাদেশ লিমিটেড ইন্টারনেটের দাম ১০ শতাংশ কামানোর সিদ্ধান্ত নিয়েছে। পবিত্র ঈদুল ফিতরের দিন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এতে অধিকাংশ ডাটা প্যাকেজের দাম আগের চেয়ে ১০ শতাংশ কমবে।
Advertisement
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সম্প্রতি সরকারের সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ সাবমেরিন কোম্পানি লিমিটেড তাদের ব্র্যান্ডউইথ ভাড়া ১০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে। ভাড়া হ্রাসের সুবিধা গ্রাহকপর্যায়ে পৌছেঁ দেওয়ার লক্ষ্যে টেলিটক তার বিদ্যমান অধিকাংশ ডাটা প্যাকেজের দাম ১০ শতাংশ কমিয়েছে, যা ঈদের দিন থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে। ডাটা ট্যারিফ হ্রাসের ফলে মোবাইল ডাটা গ্রাহক সংখ্যা বাড়বে।
আরও পড়ুন সাবমেরিন ক্যাবল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে সবচেয়ে বেশি সময় ইন্টারনেট বন্ধ রেখেছে কোন দেশ?বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশের প্রত্যন্ত অঞ্চল ও গ্রামীণ জনগোষ্ঠীর কাছে টেলিযোগাযোগ সেবা পৌঁছানোর জন্য হাওড় ও দ্বীপাঞ্চলে টেলিটক নেটওয়ার্ক বিস্তার করেছে। দেশে ফোরজি প্রযুক্তির বিস্তার এবং ফাইভজি প্রযুক্তি চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।
Advertisement
এছাড়া, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ই-গভর্নেন্স ও ই-কমার্স খাতে টেলিটকের অবদান ক্রমেই বাড়ছে। সম্প্রতি সাবমেরিন ক্যাবল কোম্পানি ব্যান্ডউইথ খরচ হ্রাস করার ফলে ইন্টারনেট ব্যবহারের সুযোগ আরও বৃদ্ধি পাবে এবং দেশের ডিজিটাল অগ্রযাত্রা ত্বরান্বিত হবে।
টেলিটক সবসময় গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে পণ্য ও সেবা পরিকল্পনা গ্রহণ করে থাকে। একই সঙ্গে টেলিটক উন্নত নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতেও নিরলস কাজ করে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এএএইচ/কেএসআর/জিকেএস
Advertisement