দেশের অর্থোপেডিক সার্জনদের পদচারণায় মুখরিত হয়েছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)। সোমবার (২৪ মার্চ) অর্থোপেডিক সোসাইটির ইফতার উপলক্ষে নিটোর হলে মিলিত হন প্রায় ৮০০ সার্জন।
Advertisement
বক্তারা নিজেদের বিভাজন ভুলে আগামীদিনে ফ্যাসিবাদবিরোধী চিকিৎসক সমাজের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, আন্দোলনের সময় যাদের দেখেছি, এখানে তাদের অধিকাংশই উপস্থিত। আপনারা জাতীয়তাবাদী ও ইসলামি মূল্যবোধের শক্তি যে অভূতপূর্ব ঐক্য দেখিয়েছেন, অসাধারণ। এই মুহূর্তে আমাদের ঐক্যই প্রয়োজন। ঐক্য থাকলে আমরা আমাদের যে কোনো লক্ষ্য অর্জন করতে পারবো।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির (বিওএস) আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আবুল কেনান বলেন, গত ১৫/১৬ বছর যারা বঞ্চিত ছিলেন, সামনের দিনে সংগত কারণে তারা অগ্রাধিকার পাবেন। আমাদের মধ্যে বিভাজন না রেখে আসুন ঐক্যবদ্ধভাবে কাজ করি। এই মুহূর্তে ঐক্য প্রয়োজন।
Advertisement
বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সদস্যসচিব ডা. ইরফানুল হক সিদ্দিকী সঞ্চালনায় আরও বক্তব্য দেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, এনডিএফের সিনিয়র সহ-সভাপতি ও ইবনে সিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাজেদ আবদুল খালেক, এনডিএফের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা মাহমুদ হোসেন, অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, লঅর্থোপডিক সার্জন অধ্যাপক ডা. শাহ আলম, বিওএসের যুগ্ম আহ্বায়ক ডা. শাহ মো. আমানুল্লাহ, নিটোর শাখা ড্যাবের সভাপতি ডা. শামসুল আলম, বিওএসের কোষাধ্যক্ষ ও নিটোর শাখা এনডিএফের সভাপতি অধ্যাপক ডা. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. সাহিদুর রহমান খান, ইফতার উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. জি এম জাহাঙ্গীর, যুগ্ম সদস্যসচিব ডা. আব্দুল কাদির নোমান, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম আকন্দ, রাজশাহী প্রতিনিধি ডা. এ এস এম আব্দুল্লাহ, বরিশাল প্রতিনিধি মাজহারুল রেজওয়ান, চট্টগ্রাম প্রতিনিধি ডা. জামাল উদ্দিন, রংপুর প্রতিনিধি ডা. আশফাকুর রহমান, ইফতার উদযাপন কমিটির সদস্যসচিব সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ সিরাজুস সালেহীন।
এসইউজে/ইএ/এএসএম