খেলাধুলা

অসুস্থ তামিমকে বাইরে রেখেই চলছে মোহামেডানের ম্যাচ

অসুস্থ তামিমকে বাইরে রেখেই চলছে মোহামেডানের ম্যাচ

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ। আজ সোমবারের এ ম্যাচ খেলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েই সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে হাজির হয়েছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল খান।

Advertisement

শাইনপুকুরের অধিনায়ক রায়ান রাফসান রহমানের সঙ্গে টসও বেশ ভালোভাবেই করলেন তামিম। শারীরিকভাবে ফিট তামিম এরপর গেলেন ড্রেসিংরুমে। এরপরই মুহূর্তেই যেন সবকিছু বদলে গেলো। হঠাৎ অসুস্থ বোধ করলেন তামিম। পরিস্থিতি হয়ে উঠলো থমথমে।

অসুস্থ তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনার জন্য ডাকা হয় হেলিকপ্টার। কিন্তু যখন হেলিকপ্টারে তোলা হবে, এমন সময় আবার মাটিতে লুটিয়ে পড়লেন বাঁহাতি টাইগার ক্রিকেটার। ফলে হেলিকপ্টারে তোলা বিপজ্জনক মনে হলো। যে কারণে তামিমকে ভর্তি করা হয় স্থানীয় কেপিজে হাসপাতালে। পরে অবস্থা সংকটাপন্ন দেখে নেওয়া হয় লাইফ সাপোর্টে।

এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তামিম। তার জন্য দোয়া চেয়েছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসরা।

Advertisement

এদিকে তামিমকে বাইরে রেখেই চলছে মোহামেডান-শাইনপুকুরের ম্যাচ। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.৫ ওভারে ২২৩ রানে অলআউট হয়েছে শাইনপুকুর। জবাবে ব্যাট করছে মোহামেডান।

এমএইচ/জিকেএস