বিনোদন

তামিম ইকবালের জন্য শাকিব খানের প্রার্থনা

তামিম ইকবালের জন্য শাকিব খানের প্রার্থনা

ম্যাসিভ হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। এখন ডাক্তাররা জানিয়েছেন অবস্থা একটু উন্নতির দিকে।

Advertisement

রাজধানীর অদূরে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলা চলা কালে আজ (২৪ মার্চ) সোমবার বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। সেসময় দ্রুতই তাকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তার।

তামিম ইকবালের অসুস্থতার খবর সারাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিষাদ নামিয়েছে। সবাই প্রিয় ক্রিকেটারের জন্য দোয়া চাইছেন, দোয়া করছেন।

ঢালিউড তারকা শাকিব খানও ফেসবুকে তামিমের সুস্থতা কামনা করেছেন। তিনি লেখেন, ‘বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।’

Advertisement

বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন তিনি। এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে নেয়া হয় হাসপাতালে। এরই মধ্যে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফীস ইকবালসহ পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে পৌঁছেছেন।

এমআই/এলআইএ/জিকেএস