খেলাধুলা

তামিমের জন্য দোয়া চাইলেন তাসকিন-মিরাজ

তামিমের জন্য দোয়া চাইলেন তাসকিন-মিরাজ

তামিক ইকবাল হার্ট অ্যাটাক করেছেন, এমন খবরে সতীর্থদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। সবার চোখে-মুখে উদ্বেগ, মাথায় শুধুই তামিমকে নিয়ে ভাবনা। স্রষ্টার কাছে করেই চলেছেন প্রার্থনা।

Advertisement

আজ সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত এ ঘটনা। শাইনপুকুরের বিপক্ষে টস করে ড্রেসিংরুমে ফিরেই অসুস্থ হয়ে পড়েন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম। পরেই জানা গেছে, হার্ট অ্যাটাক করেছেন তামিম।

প্রথমে তামিমকে নেওয়া হয়েছে সাভারের কেপিজে হাসপাতালে। পরে অবস্থা সংকটাপন্ন দেখে নেওয়া হয় লাইফ সাপোর্টে।

তামিমের জন্য দোয়া চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দুজনই তাদের ‘তামিম ভাইয়ের’ দ্রুত সুস্থতা কামনা করেন।

Advertisement

তাসকিন লিখেছেন, ‘তামিম ইকবাল ভাই, সাভারের বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি এখন লাইফ সাপোর্টে। এই কঠিন সময়ে সবাই দোয়ায় রাখবেন। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন।’

মিরাজ লিখেছেন, ‘তামিম ভাইয়ের, আপনার দ্রুত সুস্থ হয়ে ফেরার প্রত্যাশা করি। দ্রুত সুস্থ হওয়ার জন্য আমাদের ভাবনা ও দোয়া আপনার সাথে আছে।’

লিটন দাস লিখেছেন, ‘তামিম ভাই দ্রুত সুস্থ হয়ে উঠুন। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের প্রার্থনা আপনার সঙ্গে আছে।’

এমএইচ/জেআইএম

Advertisement