মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববারের (২৩ মার্চ) ওই দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।
Advertisement
নুয়েভো লিওন রাজ্যের সান্তিয়াগো পার্বত্য অঞ্চলে ১৬ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ট্রাক খাদে পড়ে গেলে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন জেলার সিভিল প্রোটেকশনের পরিচালক এরিক কাভাজোস।
তিনি জানিয়েছেন, গাড়ির ১১ আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন এবং আরও এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, পিকআপ ট্রাকটি প্রায় ৪০০ ফুট (১২০ মিটার) গভীর খাদে পড়ে যায়। আহত আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement
সান্তিয়াগোর পৌরসভার সভাপতি ডেভিড দে লা পেনা বলেছেন, ওই দুর্ঘটনা যান্ত্রিক ত্রুটির কারণে হতে পারে। ট্রাকটি খাদে পড়ে যাওয়ার পর আশেপাশে আগুন ধরে যায়। তবে পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এর আগে গত ১১ মার্চ উত্তর এবং দক্ষিণ মেক্সিকোতে দুটি হাইওয়েতে দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়। চলতি বছর দেশটিতে এখন পর্যন্ত সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনার মধ্যে একটি ঘটেছে গত ৮ ফেব্রুয়ারি। সে সময় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ক্যাম্পেচেতে একটি পণ্যবাহী ট্রাক এবং একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে ৩৮ জনের মৃত্যু হয়।
আরও পড়ুন: মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ মালিতে সেতু থেকে বাস পড়ে নিহত ৩১ পাকিস্তানে ভারী বৃষ্টি ও তুষারপাতে ২৯ জনের মৃত্যুগত কয়েক বছরে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা অনেক বেড়ে গেছে। বিশেষ করে কার্গো ট্রাকের কারণে দুর্ঘটনা বেশি ঘটছে। যানবাহনের বেহাল দশা, অনিয়ম, চালকের ক্লান্তি বা বেপরোয়া গতিই বেশির ভাগ দুর্ঘটনার জন্য দায়ী। জাতীয় পরিসংখ্যান সংস্থার সাম্প্রতিক তথ্য অনুসারে, ২০২২ সালে ৩ লাখ ৭৭ হাজার ২৩১টি দুর্ঘটনা রেকর্ড হয়েছে।
টিটিএন
Advertisement