দেশজুড়ে

ব্যবসায়ীকে হত্যাচেষ্টা, বহিষ্কৃত সেই যুবদল নেতার বিরুদ্ধে মামলা

নেত্রকোনার মোহনগঞ্জে দশ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দিনগত রাতে চিকিৎসাধীন ব্যবসায়ী মো. জসীম উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। অভিযুক্ত মো. ফয়সাল আহমেদ খোকন মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্যসচিব ছিলেন। ওই ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও কোপানোর পর দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে সম্প্রতি তাকে বহিষ্কার করা হয়।

Advertisement

মামলায় ফয়সাল আহমেদ খোকনকে প্রধান আসামিসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে মোহনগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

অন্য আসামিরা হলেন, যুবদল নেতা মো. হুমায়ুন (৪০), মো. নুরুজ্জামান (৩৯), ছাত্রদল নেতা ইলিয়াস জামান রবিন (৩৮) ও অরিন (৩০), মো. মোজাম্মেল (৩৭), মো. হাফিজুর (২৫), মোশারফ হোসেন, মহসিন (৪৫) ও পুতুল মিয়া (৫০)।

মো. জসীম উদ্দিন ওই উপজেলার পানুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীতে রিক্রুটিং এজেন্সি মেসার্স আফিফ ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী এবং পরিবারসহ তিনি ঢাকায় বসবাস করেন।

Advertisement

তিনি বলেন, মামলা হওয়ার কারণে বাদীসহ গ্রামে থাকা তার আত্মীয়-স্বজনকে মিথ্যে মামলায় হয়রানি, ঘরবাড়ি পুড়ানোসহ বাদীকে প্রাণের মেরে ফেলার হুমকি দিচ্ছেন আসামিপক্ষের লোকজন। নিরাপত্তাহীনতায় আছেন বলেও জানান তিনি।

মামলায় উল্লেখ করা হয়, আসামিরা একই এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন থেকেই বাদীর কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। প্রাণের ভয় পেয়ে ক্রমান্বয়ে বাদী কিছু টাকা দেওয়ার পর আর দিতে সম্মত হননি। ১১ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে মোহনগঞ্জের বিরামপুর বাজারে গেলে রামদা, সাবল ও ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে বাদীকে আঘাত করেন তারা। এতে বাদীর পরিহিত জ্যাকেট কেটে বাম পাশে পেটের অংশ অনেকটা কেটে যায়। তিনি দৌড়ে একটি দোকানে ঢুকে পড়েন। এ ঘটনায় মামলা করলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে ফের চাঁদা দাবি করেন আসামিরা। প্রাণের ভয়ে আসামিদের তিন লাখ টাকা দেন। কিছুদিন পর আবার ১০ লাখ টাকা দাবি করলে সেটি দিতে অসম্মতি জানান জসীম উদ্দিন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত বহিষ্কৃত যুবদল নেতা ফয়সাল আহমেদ খোকনের মোবাইলে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান জানান, আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। দ্রুত গ্রেফতার করে তাদের আইনের আওতায় আনা হবে।

Advertisement

এইচ এম কামাল/আরএইচ/এএসএম