জাতীয়

গুলশানে পুলিশ প্লাজার সামনে যুবক খুনের ঘটনায় মামলা

গুলশানের পুলিশ প্লাজার সামনে গতকাল বৃহস্পতিবার রাতে সুমন মিয়া ওরফে টেলি সুমনকে (৩৩) গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

Advertisement

শুক্রবার (২১ মার্চ) গুলশান থানায় বাদী হয়ে মামলা করেন নিহতের স্ত্রী মৌসুমী আক্তার।

মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান।

তিনি বলেন, হত্যাকাণ্ডের পর থেকে পুলিশ আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের শনাক্তের পর গ্রেফতারে কাজ করছে পুলিশ।

Advertisement

এজাহারে নিহত সুমনের স্ত্রী মৌসুমী আক্তার অভিযোগ করেন, তার স্বামী মহাখালী টিবি গেট এলাকায় প্রিয়জন নামক ইন্টারনেট ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ইন্টারনেট ব্যবসার কারণে একই এলাকায় তার কিছু প্রতিপক্ষ গ্রুপ সৃষ্টি হয়। এ প্রতিপক্ষ গ্রুপের লোকজন বিভিন্ন সময় সুমনকে মেরে ফেলার জন্য বিভিন্ন হুমকি দিত। জীবনের ঝুঁকি আছে বলে সুমন প্রায় সময় তার স্ত্রীকে জানিয়েছিলেন। এছাড়া সুমনের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় কিছু লোকের সঙ্গে তার বিরোধ ছিল।

এজাহারে আরও বলা হয়, ২০ মার্চ রাত ৯টার দিকে গুলশান পুলিশ প্লাজার উত্তর পশ্চিম পাশে ফজলে রাব্বি পার্কের পূর্ব দিকে বেঞ্চে বসে বিশ্রাম নিচ্ছিলেন সুমন। এ সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা একই উদ্দেশ্যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি করতে থাকে। তখন সুমন নিজের জীবন বাঁচাতে দৌড়াতে থাকে। স্থানীয়রা ঘটনাস্থলে এলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। এরপর সুমনের নিথর দেহ ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টিটি/জেএইচ/এএসএম

Advertisement