দেশজুড়ে

ভোলায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির মশাল মিছিল

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে ভোলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

Advertisement

শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ভোলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন ইলিশ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক পদক্ষিণ করে ভোলা প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ জুলাই-আগস্টে গণহত্যা চালিয়েছে। তাই দ্রুত সময়র মধ্যে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ করতে হবে। এরমধ্যে যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাহলে কঠোরভাবে আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে।

এসময় এনসিপির ভোলা সদর উপজেলার প্রতিনিধি মো. ইয়াসিন আরাফাত, রশিদ আহমেদ, মো. রাকিব, আতিকুল্লাহ রহমান, আমির হামজাসহ প্রমুখ বক্তব্য রাখেন।

Advertisement

জুয়েল সাহা বিকাশ/এমএন/এএসএম