ক্যাম্পাস

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ঢাবিতে শহীদি র‍্যালি

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ঢাবিতে শহীদি র‍্যালি

স্বাধীন ফিলিস্তিন ও গাজায় ইসরায়েল কর্তৃক সংঘটিত গণহত্যার বিরুদ্ধে শহীদি র্যালি করে আজাদ প্যালেস্টাইন নামক একটি সংগঠন।

Advertisement

শুক্রবার (২১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ ও শহীদি র্যালি করে সংগঠনটি।

সমাবেশে জাবি শিক্ষার্থী সাকিব হোসেন বলেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে বলেছেন, গাজাবাসীকে মরতে হবে। গাজাবাসীকে কেন মরতে হবে, গাজাবাসীর কি বাঁচার অধিকার নেই বলে প্রশ্ন রাখেন ওই শিক্ষার্থী। নেতানিয়াহু হামলার পর বলেছেন, এটা নাকি মাত্র শুরু। তাদের বলে দিতে চাই, যা আপনারা শুরু করেছেন তার শেষ সারাবিশ্বের মানবাধিকারপন্থি মানুষেরা দেখে ছাড়বে। এ সময় তিনি জুলাই মঞ্চের পক্ষ থেকে সংহতি জানান।

ঢাবি শিক্ষার্থী সালমান খান বলেন, ইসরায়েল বরাবরের মতই অবৈধভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করে ফিলিস্তিনি ভাইবোনদের ওপর নির্মমভাবে হামলা করে আসছে। ছোট ছোট এ শিশুদের সঙ্গে তাদের কীসের এমন শত্রুতা? ইসরায়েল হয়তো ভুলে গিয়েছে এই রমজান মাস যেমন রহমতের মাস তেমনি বদরেরও মাস। আমরা কামনা করছি, বদর ইসরায়েলের ওপর গজব হয়ে নেমে আসুক।

Advertisement

ঢাবির আরেক শিক্ষার্থী ফজলে রাব্বি মুহাম্মদ (সা.) এর বাণীর উদ্ধৃতি দিয়ে বলেন, পুরো পৃথিবীর কোন একটি অংশে একজন মুসলিমের ওপর আঘাতের অর্থ অন্য কোন প্রান্তের কোন মুসলিম কষ্ট পাবে। তাই আমরা আজ এখানে সমবেত হয়েছি। এসময় তিনি ফিলিস্তিনের ওপর নির্যাতন, হামলা অনতিবিলম্বে বন্ধের জন্য বিশ্বের সব মানবতাবাদী সংগঠন ও মানুষের হস্তক্ষেপ কামনা করেন।

শহীদি র্যালিতে তুমি কে, প্যালেস্টাইন, আমি কে, ফিলিস্তিন, ওয়ান টু থ্রি ফোর, জায়োনিজম নো মোর, ফ্রি ফ্রি, প্যালেস্টাইন, ওয়ান টু থ্রি ফোর, টেরোরিজম নো মোর, ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রিসহ নানা স্লোগান দেয়।

জেএইচ/জিকেএস

Advertisement