পবিত্র-ঈদুল ফিতর উপলক্ষে ১০টি একক নাটক ও একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা এস.আই. সোহেল। নাটকগুলো প্রযোজনা করেছে পি.এফ.এফ এন্টারটেইনমেন্ট, কে.এস.আর মাল্টিমিডিয়া, ফখরুল ইসলাম ও থ্রি স্টার ড্রামা।
Advertisement
সোহেলের এ নাটকগুলো হলো, ‘পিতার মতো শ্বশুর’, ‘৫ টাকার কয়েন’, ‘সাইকো ম্যান’, ‘চাটগাইয়া বউয়ের ঠেলা’, ‘লতিফের সুন্দরী বউ’, ‘প্রবাসীর লাশ’, ‘আইল ঠেলা মুসুল্লি’, ‘শ্বশুর বাড়ি বরিশাল’, ‘শ্বশুরের খেদমত’ ও ‘প্রাক্তনের প্যারা’। নাটাকের গল্পগুলো রচনা করেছেন তরিকুল ইসলাম তারেক ও সজিবুর রহমান পিন্টু।
আরও পড়ুন:
নতুন পরিচয়ে সিয়াম ও হিমি শবনম ফারিয়াকে নিয়ে অশালীন মন্তব্যের বিষয়ে তদন্ত শুরুনাটকগুলোতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শেলী আহসান, তন্ময় সোহেল, সাব্বির আহমেদ, একে আজাদ, মীম চৌধুরী, সামান্তা পপি, নেহা মনি, নওশীন নাহার, ফারজানা উর্মি, শিশির আহমেদ, নাবিলা চৌধুরী, রেশমি আহাম্মেদ, আনোয়ার শাহী, এম কে এইচ পামির, শিবা শানু, জিনিয়া যিনি, নাবিলা চৌধুরী, শিশির আহমেদ, ইমরান আজান, টি.এ. তুহিন খান, একে আলামিন, ইভা রহমান, টিটু বাঙ্গালী, লিটন, মাইমুনা মম, সাবিনা রনি, নাহার নৌরিনসহ আরও অনেকে।
Advertisement
এর বাইরে এস.আই.সোহেল রঙিন ফিলিংস নামে একটি বিগ বাজেটের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল এবং শাহরিয়ার রাফাত। গানটির গীতিকার সুদীপ কুমার দীপ। এর কোরিওগ্রাফ করেছেন রোহান ও বেলাল। গানটিতে মডেল হিসেবে ছিলেন শিশির সরদার এবং সেমন্তী সৌমি। মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছেন কে.এস.আর মাল্টিমিডিয়া। পরিচালক সোহেল জানান, ২৫ রমজানে গানটি ইউটিউব চ্যানেলে আপলোড হবে।
এমআই/এমএমএফ/এমএস