বিনোদন

ঈদে তিন চ্যানেলে রুমানা ইসলাম

জন্মেছেন তারকা পরিবারে। বাবা বিখ্যাত অভিনেতা, লেখক, সুরকার খান আতাউর রহমান। মা বরেণ্য গায়িকা নিলুফার ইয়াসমিন। গানের পাখিখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন তার খালা এবং কণ্ঠশিল্পী আগুন তার ছোট ভাই। বলছি রুমানা ইসলামের কথা। সংগীত যার রক্তে তিনি গানের সঙ্গে জীবন কাটাবেন এটাই স্বাভাবিক। রুমানা ইসলামও সংসার সামলে গানকে সময় দেন।

Advertisement

আসছে ঈদে শিল্পীকে দেখা যাবে তিনটি চ্যানেলের অনুষ্ঠানে। তিনি গান করবেন বাংলাদেশ টেলিভিশন, নেক্সাস টিভি ও এটিএন বাংলায়।

রুমানা ইসলাম জানান, বাংলাদেশ টেলিভিশনের ঈদ বিশেষ আয়োজন ‘গীতি আলাপন’-এ প্রখ্যাত সুরকার সংগীত পরিচালক মনোয়োর হোসেনে টুটুলের সঙ্গে দ্বৈত গান পরিবেশন করবেন তিনি। শফিক তুহিনের লেখা ও হাবিব ওয়াহিদের সুরে একটি দ্বৈত গানও পরিবেশন করবেন টুটুল-রুমানা।

নেক্সাস টিভিতে ঈদের বিশেষ আয়োজন ‘গানের ওপারে’তে সংগীত পরিবশন করতে দেখা যাবে রুমানাকে। এই আয়োজনে তিনি তার বাবা খান আতাউর রহমানের লেখা সুর করা কিছু গান, তার মা মাহবুবা রহমানের গাওয়া কিছু গান ও নিজের গাওয়া মৌলিক কিছু গানও পরিবেশন করবেন। যারমধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ‘চেনা অচেনার ভিড়ে’, ‘যদি আর দেখা নাই হয়’, ‘আমার থাকতো যদি পাখির মতো ডানা’, ‘আগুন জ্বালাইসনা আমার গায়’ ইত্যাদি।

Advertisement

এটিএন বাংলায় ‘চায়ের চুমুক’ অনুষ্ঠানেও সংগীত পরিবেশন করতে দেখা যাবে রুমানা ইসলামকে। এই আয়োজনে তার সঙ্গে থাকবেন তারই মেয়ে সানিলা ইসলাম। যে কারণে এই অনুষ্ঠান নিয়েও ভীষণ উচ্ছ্বসিত রুমানা ইসলাম।

রুমানা ইসলাম বলেন, ‘এবারের ঈদটা বেশ ভালো কাটবে। শ্রোতাদের সঙ্গে যোগাযোগ থাকবে তিনটি অনুষ্ঠান দিয়ে। ভিন্ন আঙ্গিকের তিনটি অনুষ্ঠান, ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা। আমার বাবার লেখা ও সুর করা এবং আমার মায়ের গাওয়া কিছু গান গেয়েছি, এটা খুবই ভালো লেগেছে। আর এটিএন বাংলায় আমার মেয়ের সঙ্গে গান করার অনুভূতিটা আরও অসাধারণ। আমি ধন্যবাদ দিতে চাই বিটিভি, নেক্সাস ও এটিএন বাংলাকে আমাকে এবার ঈদে স্পেশাল মুহূর্তগুলো উপহার দেয়ার জন্য।’

এলআইএ/জিকেএস

Advertisement