উয়েফা নেশনস লিগে নেদারল্যান্ডসের বিপক্ষে দুই লেগের কোয়ার্টার ফাইনাল খেলবে স্পেন। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) প্রথম লেগ অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডসের শহর রটারডমের ডি কুইপ স্টেডিয়ামে। ফিরতি লেগ আগামী রোববার (২৩ মার্চ) স্পেনের ভ্যালেন্সিয়ায়। এই দুই ম্যাচ রোজা রেখে খেলবেন স্পেনের তারকা ফুটবলার লামিন ইয়ামাল।
Advertisement
স্পেনের প্রথম মুসলিম ফুটবলার হিসেবে দুটি ম্যাচ রোজা রেখে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ইয়ামাল। ১৭ বছর বয়সী এ উইঙ্গারের রোজা রেখে খেলায় কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ম্যাচের আগে দে লা ফুয়েন্তে জানান, ইয়ামালের রোজা প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলেনি।
দে লা ফুয়েন্তে বলেন, ‘এটি আমাদের জন্য সম্পূর্ণ স্বাভাবিক বিষয়। সে তার নিয়ম-কানুন মেনে চলছে, যেমনটি সে তার ক্লাব বার্সেলোনাতেও করে।’
Advertisement
স্পেনের মেডিকেল টিম ও পুষ্টিবিদরা ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে খাওয়া ও পানীয় গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন, যাতে তিনি শারীরিকভাবে সেরা অবস্থায় থাকতে পারেন।
বাবার দিক থেকে মরক্কোন বংশোদ্ভূত ইয়ামাল পারিবারিকভাবেই ইসলাম ধর্মের অনুসারী। ধর্মীয় বিধি মেনে এবারই প্রথম রোজা রেখে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ইয়ামালের ধর্মীয় বিশ্বাসের ওপর সম্মান জানিয়েই মত দিয়েছেন স্পেন কোচ।
দে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা সবসময় সব বিশ্বাসের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। সে খেলার জন্য পুরোপুরি উপযুক্ত অবস্থায় রয়েছে।’
স্পেনের কোচ জানান, এর আগে তার অধীনে কোনো ফুটবলার রোজা রেখে খেলেননি। তবে নতুন অভিজ্ঞতায় তিনি জানিয়েছেন, ইয়ামালের রোজা রাখা কোনো সমস্যার সৃষ্টি করেনি।
Advertisement
৬৩ বছর বয়সী স্প্যানিশ মাস্টারমাইন্ড বলেন, ‘আমি আগে কখনও এমন পরিস্থিতির সম্মুখীন হইনি, তবে সবকিছু স্বাভাবিকভাবেই চলছে।’
স্পেন-নেদারল্যান্ডস ছাড়াও একই রাতে মাঠে নামবে ক্রোয়েশিয়া-ফ্রান্স, ডেনমার্ক-পর্তুগাল ও ইতালি-জার্মানি।
এমএইচ/