জাতীয়

রাজনৈতিক দলের ইশতেহারে এসডিজি বাস্তবায়নের বিষয় রাখার তাগিদ

আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলের ইশতেহারে এসডিজি বাস্তবায়নের বিষয় রাখার তাগিদ দিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম। এক সংলাপে বক্তারা বলেছেন, যারা এসডিজি বাস্তবায়ন করবে, ভোটারদের কণ্ঠস্বর জোরালো করবে- সেই বিষয়টি দেখেই ভোট দিতে হবে।

Advertisement

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় এসডিজি রিপোর্ট (ভিএনআর) ২০২৫: পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রত্যাশার অন্তর্ভুক্তি’ শীর্ষক সংলাপে এই অভিমত তুলে ধরেন বক্তারা।

সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, এমডিজি (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা) আমরা হয়তো পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি, কিন্তু ২০৩০ সালের পর এসডিজির বিষয়গুলো মিথ্যা হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। সেই দিক থেকে সামনে যে জাতীয় নির্বাচন আসবে- আমি চাইবো বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, বর্তমানে যে সংস্কার প্রক্রিয়া আছে তাতে এসডিজি ও বিশেষ করে অন্তর্ভুক্তিমূলক এসডিজি বাস্তবায়ন আমরা যেন সবার উপরে রাখি। ভোটার হিসেবে আমাদের দায়িত্ব হলো আমরা যখন ভোট দেবো তখন কারা আমার এসডিজির কথাগুলো, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাগুলো, আমার কণ্ঠস্বরকে জোরালো করার প্রতিশ্রুতি দিচ্ছেন- সেই বিষয়টি দেখে আমরা ভোট দেবো।

আরও পড়ুন সংস্কার না হলে স্বৈরতন্ত্র মোকাবিলা সম্ভব হবে না: আলী রীয়াজ  ঈদে টানা ৯ দিনের ছুটি পেলেন সরকারি চাকরিজীবীরা 

তিনি আরও বলেন, সত্যিকার অর্থে আমরা যদি একটা অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক সমাজ চাই- তাহলে সেই গণতান্ত্রিক সমাজই পিছিয়ে পড়া মানুষের জন্য এসডিজি বাস্তবায়ন করতে পারে।

Advertisement

নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপ সদস্য ও সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, এসডিজি বাস্তবায়নে ৬০ ভাগ সময় চলে গেছে। ১৫ বছরের মধ্যে আর মাত্র ৫-৬ বছর আছে।

তিনি বলেন, এসডিজিতে বলা হলো কাউকে পিছিয়ে রাখা যাবে না। এর তাৎপর্য হলো এসডিজি বাস্তবায়নের প্রক্রিয়ায় গড়ে কী উন্নতি হলো সেটা দেখলে হবে না। সমাজে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের কী উন্নতি, অগ্রগতি হলো সেটা দেখতে হবে। মনে রাখতে হবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে গড় ট্রিটমেন্ট দিয়ে কখনোই সমান করা যাবে না। তাদেরকে অসম ট্রিটমেন্ট দিতে হবে। পজিটিভ ডিসক্রিমিনেশন দিয়ে কেবলমাত্র তাদের সামনে আনতে পারেন।

এসএম/কেএসআর/জিকেএস

Advertisement