দেশজুড়ে

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আসছে নতুন ট্রেন

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করবে নতুন ট্রেন। আগামী ২৬ মার্চ থেকে এ রুটে পুরাতন ট্রেনের পরিবর্তে মেট্রোরেলের আদলে তৈরি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ট্রেন চলাচল করবে।

Advertisement

জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার ঐকান্তিক প্রচেষ্টায় এ রুটে চলাচলকারী যাত্রীরা এর সুফর ভোগ করবেন। ফলে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে এতো দিনের ভোগান্তি লাঘব হবে।

জানা যায়, দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জবাসীকে নানা ভোগান্তির শিকার হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেনে যাতায়াত করতে হতো। যার কারণে নারায়ণগঞ্জবাসীর দাবি ছিলো এ রুটে ট্রেন সেবার মান বৃদ্ধি করা। কিন্তু নানা প্রতিবন্ধকতায় সেটা হয়ে যেন হয়ে উঠছিলো না। সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা যোগদানের পরপরই তার কাছে বিষয়টি উপস্থাপন করা হয়। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন। সবশেষ তার ঐকান্তিক প্রচেষ্টায় নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন ট্রেন চলাচল শুরু হচ্ছে।

এ বিষয়ে অরাজনৈতিক সংগঠন আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নুরুউদ্দিন বলেন, অনেকদিন ধরেই আমাদের দাবি ছিলো ঢাকা-নারায়ণগঞ্জে ট্রেনে সেবার মান বৃদ্ধি করা। এতদিন ধরে ভোগান্তির শিকার হতে হয়েছে। কিন্তু এবার জেলা প্রশাসকের উদ্যোগে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ট্রেন আসছে, এজন্য উনাকে সাধুবাদ জানাই।

Advertisement

তিনি আরও বলেন, তিনি যোগদানের পর থেকেই অনেকগুলো উদ্যোগ নিয়েছেন। যা নারায়ণগঞ্জবাসীর জন্য কল্যাণ বয়ে আনবে। তিনি ভালো কাজ করলে নারায়ণগঞ্জবাসী উনাকে স্মরণে রাখবে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমি যোগদানের পরপরই এখানকার সব স্তরের মানুষের সমস্যার কথা জানার চেষ্টা করেছি। সেসমস্যা লাঘবের চেষ্টা করছি।

তিনি আরও বলেন, রেল মন্ত্রণালয়ের সচিব আজ কনফার্ম করেছেন। তিনি বলেছেন আগামী ২৬ মার্চ থেকে পুরাতন ট্রেন চলবে না। মেট্রোরেলের আদলে নতুন ৮ জোড়া কমিউটার ট্রেন চলাচল করবে। প্রয়োজনে আরও ট্রেন বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জিকেএস

Advertisement