চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে প্রথমবার ফেরি গেল বঙ্গোপসাগরের বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপে।
Advertisement
বুধবার (১৯ মার্চ) বিকলে এ রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চালু করা হয়। ২৪ মার্চ এ রুটে ফেরি চলাচল আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরের দ্বীপ উপজেলা সন্দ্বীপে যাতায়াতের অন্যতম রুট সীতাকুণ্ড-সন্দ্বীপের ১৮ কিমি সমুদ্র পথে ফেরি চলাচলের দাবি ছিলো দীর্ঘকালের।
ফেরি চলাচলের জন্য সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও সন্দ্বীপের গুপ্তছড়া পাড়ে ঘাট নির্মাণ হয়েছে। সম্প্রতি উপদেষ্টা ফাওজুল কবির সীতাকুণ্ড ও সন্দ্বীপের ঘাট নির্মাণের কাজ পরিদর্শন এবং ফেরি যাত্রীদের সরাসরি ঢাকা যাওয়ার জন্য বিআরটিসি বাস সার্ভিস চালুর প্রক্রিয়া শুরু করেন।
Advertisement
বুধবার বিকেল ৩টার দিকে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়। এ যাত্রায় নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ এর চট্টগ্রামের উপ-পরিচালক মো. কামরুজ্জামান। তিনি ২১ সদস্যের একটি দল নিয়ে বাঁশবাড়িয়া ফেরি ঘাট থেকে প্রথমবার ‘কপোতাক্ষ’ নামক ফেরি নিয়ে সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা দেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খানের নির্দেশনায় দ্রুততার সঙ্গে ফেরি সার্ভিস চালুর যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সন্দ্বীপ থেকে যাত্রীরা ফেরিতে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করবেন। আগে ১৮ কিমি এ সমুদ্র পথ পাড়ি দিতে হতো এখন ১৪ কিমি পথ পার হয়ে ফেরি যোগে বাঁশবাড়িয়া পৌঁছাবেন। এম মাঈন উদ্দিন/এএইচ/এএসএম