শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শিক্ষার্থীদের জন্য গণসেহরির আয়োজন করে শেকৃবি ছাত্রদল।
Advertisement
বুধবার (২০ মার্চ) দিনগত রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণসেহরির আয়োজন করা হয়। এতে ক্যাম্পাসের অসংখ্য শিক্ষার্থী একসঙ্গে সেহরি করেন। এছাড়া নারী শিক্ষার্থীদের জন্য ছিল হলভিত্তিক পার্সেল ব্যবস্থা।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতা বলেন, আমরা শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। রমজান সহমর্মিতার মাস। এ আয়োজন তারই প্রতিফলন।
আরও পড়ুন ৩ এপ্রিলও ছুটি ঘোষণা হতে পারে গাজায় ইসরায়েলি আগ্রাসন, একদিনে প্রায় ৭০ ফিলিস্তিনি নিহতসেহরি করতে আসা শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন, ছাত্রদল সুন্দর উদ্যোগ নিয়েছে। এমন উদ্যোগ এর আগে কখনো কেউ নেয়নি। আমরা চাই এমন উদ্যোগ ছাত্রসংগঠনগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক চলতে থাকুক।
Advertisement
এ বিষয়ে শেকৃবি ছাত্রদল সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, আমরা শেকৃবি ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পরামর্শ করে এ ধরনের গণসেহরির আয়োজন করেছি। আমাদের গণসেহরিতে প্রায় ১৮০০ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং নিরাপত্তাকর্মীদের জন্য সেহরির আয়োজন করেছি। নারী শিক্ষার্থীদের খাবার তাদের হলে পৌঁছে দিয়েছি।
শেকৃবি ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপস বলেন, জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে আমাদের যেসব ভাই শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেকৃবি ছাত্রদলের পক্ষ থেকে গণসেহরির আয়োজন করা হয়। এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য আমাদের নিজেদের মধ্যে একটা বন্ডিং তৈরি করা।
সাইদ আহম্মদ/কেএসআর/এএসএম
Advertisement