খেলাধুলা

উড়ছে বার্সেলোনা, সঙ্গে ম্যানসিটিও

উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগে আগেরদিন দাপট দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। এবার দেখা গেলো বার্সেলোনা নারী ফুটবলারদের দাপট। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মান ক্লাব উলফসবার্গকে ১-৪ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বার্সেলোনার মেয়েরা।

Advertisement

শুধু বার্সাই নয়, উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বুধবার রাতে দাপট দেখিয়েছে ম্যানচেস্টার সিটির নারী ফুটবলাররা। তারা ২-০ গোলে হারিয়েছে চেলসিকে।

ভকসওয়াগেন এরেনায় স্বাগতিক উলফসবার্গের বিপক্ষে প্রথমে আত্মঘাতি গোলে এগিয়ে যায় বার্সা। ক্যাটালিন ডাইকাস্ট্রা নিজেদের জালেই বল জড়িয়ে দেন। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই, ম্যাচের ৫০তম মিনিটে দলের দ্বিতীয় গোল করেন ইরেনে প্যারেদেস।

তিন মিনিট পরই (৫৩তম মিনিটে) সালমা প্যারালুয়েলো গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন বার্সাকে। ৭৯ মিনিটে জেনিনা মিঙ্গে উলফসবার্গের হয়ে একটি গোল করে ব্যবধান কমান। ৮৮তম মিনিটে সিডনি স্কারটেনলেইব। শেষ পর্যন্ত এই ১-৪ ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা ও উলফসবার্গ।

Advertisement

ইংল্যান্ডে জো স্টেডিয়ামে চেলসিকে ২-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। বিবিয়ান মেইডেমা জোড়া গোল করেন। ৬০ মিনিটে করেন প্রথম গোল। এরপর ৮৮তম মিনিটে।

আইএইচএস/