ভারতের মুম্বাই শহরে প্রথমবারের মতো বসছে মিডিয়া ও বিনোদন দুনিয়ার বিরাট আয়োজন ওয়ার্ল্ড অডিও-ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস)। রেডিও, টেলিভিশন, সংবাদমাধ্যম, সংগীত, বিজ্ঞাপন, অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং, কমিক্স, সামাজিকমাধ্যম, অনলাইন ক্রিয়েটরস, কৃত্রিম বুদ্ধিমত্তা, সিনেমা, ওটিটি প্ল্যাটফর্ম এবং শিল্পপ্রদর্শনীসহ প্রায় সব মাধ্যমকে এক ছাতার নিচে বেড়ে ওঠার সুযোগ করে দেবে এই উদ্যোগ।
Advertisement
আসছে পয়লা মে থেকে ৪ মে, ভারতের মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে শুরু হচ্ছে ওয়েভস। এতে যোগ দেবেন সারা পৃথিবীর মিডিয়া ও বিনোদন দুনিয়ার অংশীজনেরা। নানান রকম প্রদর্শনী, কনফারেন্স, মতবিনিময়, সেবা কেনাবেচারসহ সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে সামিট। গতকাল (১৮ মার্চ) বুধবার এ সামিট নিয়ে ঢাকার সাংবাদিকদের জানায় ঢাকার ভারতীয় হাইকমিশন। দুপুরে হাইকমিশনের সংস্কৃতিবিষয়ক শাখা ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টারে ওয়েভস সামিটের বিস্তারিত তুলে ধরেন ভারতীয় হাইকমিশনের অন্যতম ফার্স্ট সেক্রেটারি অ্যান মেরি জর্জ।
মেরি জানান, ওয়েভস সামিটের লক্ষ্য হল বিশ্বের বিভিন্ন দেশের মিডিয়া ও বিনোদনশিল্পের নেতাদের এক করা। সবার অংশগ্রহণের মধ্য দিয়ে সহযোগিতা, উদ্ভাবন, সমন্বয় এবং শৈল্পিক উৎকর্ষ সৃষ্টিতে সক্ষম প্ল্যাটফর্ম হিসেবে কাজ করা। মেরি বলেন, ‘বিশ্ব অডিও-ভিজ্যুয়াল এবং এন্টারটেইনমেন্ট সামিটের লক্ষ্য ভারতীয় মিডিয়া ও বিনোদনশিল্পের উত্তরোত্তর বিকাশ। এ জন্য আঞ্চলিক প্রতিনিধি, এই শিল্পের ভারতীয় ও বৈশ্বিক নেতা এবং নীতিনির্ধারকদের নিয়ে বিভিন্ন অধিবেশন থাকবে সামিটে। সেখানে শিল্পগুলোর বিভিন্ন সুযোগ, চ্যালেঞ্জ, ভবিষ্যতের মিডিয়া এবং বিনোদনশিল্পের গঠন নিয়ে থাকবে আলোচনা।
ওয়েভস সামিটে থাকবে সংগীত ও সাম্প্রতিক প্রযুক্তি নিয়ে নানান রকম প্রতিযোগিতা। আর সেসব প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার হিসেবে দেওয়া হবে নগদ অর্থ, প্রকল্প উন্নয়ন সহযোগিতা ও বিনিয়োগ। এ ছাড়াও স্বীকৃতি, সনদ ও সম্মাননা হিসেবে থাকবে নানান সুযোগ। বিনোদন ভুবনের নানান বিষয় শেখা ও আন্তর্জাতিক অঙ্গনের পেশাজীবীদের সঙ্গে যৌথভাবে কাজের সুযোগও তৈরি করে দেবে এ সম্মেলন। এ সংক্রান্ত আরও তথ্য জানা যাবে উদ্যোগের ওয়েবসাইট ওয়েভস ইন্ডিয়া ডট অর্গ-এ।
Advertisement
এর আগে ভারতীয় সিনেমার ১১১ বছর উদযাপন উপলক্ষে সাংবাদিকদের ‘ভারতীয় চলচ্চিত্রের যাত্রা’ শীর্ষক একটি প্রদর্শনী ঘুরে দেখানো হয়। সেখানে স্থান পেয়েছে শতবর্ষী ভারতীয় চলচ্চিত্রের পোস্টার, নির্মাতাদের ছবি ও তথ্য। প্রদর্শনীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অংশগ্রহণ ও অবদানের নানা ছবিও সেখানে প্রদর্শিত হয়েছে।
আরএমডি/এএসএম