দেশজুড়ে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্রিটিশ সৈনিক সুজা মিয়ার স্ত্রীর খোঁজে ইউএনও

যশোরের বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নের মাঝিয়ালি গ্রামে ব্রিটিশ সৈনিক মৃত সুজা মিয়ার স্ত্রী আয়াতুন্নেছার সঙ্গে সাক্ষাৎ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার। তিনি আয়াতুন্নেছার হাতে ঈদ উপহার তুলে দেন। এসময় বেশ কিছুক্ষণ উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সান্নিধ্যে কাটান।

Advertisement

বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার গর্বিত ওই যোদ্ধার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার কুশলাদি ও শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

জানা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী ব্রিটিশ সৈনিক মৃত সুজা মিয়ার জন্ম ১১ ডিসেম্বর ১৯১৬ সালে। তার বাবার নাম করিম বকস। ২৬ বছর বয়সে ওই যোদ্ধা ১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেন। তার সৈনিক নম্বর ছিল ৩৯২৮৩৩৯। ১৯৪৮ সালে যুদ্ধ থেকে ফিরে পাকিস্তান সেনাবাহিনীতে ও পরে দেশ স্বাধীন হলে বাংলাদেশ সেনাবাহিনীতেও কর্মরত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পারেন বাঘারপাড়া উপজেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া একজন সৈনিকের স্ত্রী বেঁচে আছেন। বুধবার দুপুরে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে খোঁজ-খবর নিতে তার বাড়িতে ছুটে যান তিনি।

Advertisement

উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার জানান, জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে ব্রিটিশ সৈনিক মৃত সুজা মিয়ার স্ত্রী আয়াতুন্নেছাকে ঈদ উপহার প্রদান ও শুভেচ্ছা বিনিময় করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হবে।

মিলন রহমান/এফএ/এএসএম