দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে খালিদ (২০) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার বিটঘর গ্রামে এই ঘটনা।

Advertisement

পরে এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে রাতে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত খালিদকে আটক করে নিয়ে যান। খালিদ ওই এলাকার আনিসুর রহমানের ছেলে।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিকেল ৫টার দিকে ৭ বছরের ওই শিশুটি বিটঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা করছিল। স্কুলের পাশেই তার বাড়ি। খালিদ শিশুটিকে একা পেয়ে তাকে ফুসলিয়ে স্কুলের তৃতীয় তলায় নিয়ে যান এবং সেখানে ধর্ষণের চেষ্টা করেন।

বিষয়টি স্থানীয়রা টের পেয়ে খালিদকে উত্তম-মধ্যম দিয়ে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। এরই মাঝে ঘটনাটি গ্রামে ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা এসে সেখান থেকে খালিদকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খালিদকে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Advertisement

আবুল হাসনাত মো. রাফি/এফএ/এএসএম