বিকেএসপির ৩ নম্বর মাঠে আজ বুধবার বিকেলে টানটান উত্তেজনা। পারটেক্সের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ম্যাচটি পরিণত হয় রুদ্ধশ্বাস এক থ্রিলারে।
Advertisement
শেষ বলে রূপগঞ্জ টাইগার্সের জয়ের জন্য দরকার ছিল ৪ রান, হাতে উইকেট ৪টি। স্ট্রাইকে ছিলেন রূপগঞ্জ ওপেনার আব্দুল মজিদ। তার সেঞ্চুরির জন্যও দরকার ছিল ৪ রানই।
মজিদ চ্যালেঞ্জটা জিতলেন। পারটেক্সের পেসার তৌফিক আহমেদের সেই ডেলিভারিকে ডিপ ব্যাকওয়াড স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে জয়ের আনন্দে মেতে উঠলেন রূপগঞ্জ টাইগার্স ওপেনার।
মজিদের ওই বাউন্ডারিতে তার দল রূপগঞ্জ টাইগার্স তুলে নিয়েছে ৪ উইকেটের রুদ্ধশ্বাস এক জয়। সেই সঙ্গে পূরণ হয়েছে মজিদের সেঞ্চুরিও।
Advertisement
এতে করে টানা ৫ খেলায় হারের পর অবশেষে প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথম জয়ের স্বাদ পেলো রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। আর সমান ৬ খেলায় পারটেক্সের এটা পঞ্চম পরাজয়। মজিদ ১২৩ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ১০০ রানের হার না মানা ইনিংস খেলে রূপগঞ্জ টাইগার্সের জয়ের নায়ক। এছাড়া গালিব ৬০ আর আরিফুল করেন ৩৪ রান।
এর আগে দুই ওপেনার জয়রাজ শেখ (৫২) আর রুবেল মিয়া (৫২) জোড়া হাফসেঞ্চুরি করলেও পারটেক্স ২২৩ রানেই থেমে যায়। তারকা ক্রিকেটার সাব্বির রহমান ২ রান করেই সাজঘরের পথ ধরেন। ৩টি উইকেট শিকার করেন আল আমিন জুনিয়র।
সংক্ষিপ্ত স্কোরপারটেক্স: ৪৯.৫ ওভারে ২২৩/১০ (জয়রাজ শেখ ৫২, রুবেল মিয়া ৫২, সাব্বির রহমান রুম্মন ২, জাওয়াদ রোয়েন ২৩, রাকিব ২৬, নাইম ইসলাম জুনিয়র ১৩, তৌফিক ১৪; আল আমিন জুনিয়র ৩/১৭, মাহমুদুল হাসান লিমন ৩/৪৬)।
রূপগঞ্জ টাইগার্স: ৫০ ওভারে ২২৬/৬ (আব্দুল মজিদ ১০০*, গালিব ৫০, আরিফুল ৩৪; আহরার আমিন ২/৩২)।
Advertisement
ফল: রূপগঞ্জ টাইগার্স ৪ উইকেটে জয়ী।
এআরবি/এমএমআর/জিকেএস