নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারিদের দুই গ্রুপের সংঘর্ষের সময় মোহাম্মদ হাবিব (৪৫) নামে এক অটোরিকশা চালক গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
Advertisement
বুধবার (১৯ মার্চ) ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়। দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহতর ভাই বাবু জানান, হাবিব পেশায় একজন অটোরিকশা চালক। রাত দেড়টার দিকে রূপগঞ্জ চনপাড়া এলাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় মাদক কারবারিদের দুই গ্রুপের গোলাগুলির মধ্যে পড়ে যায় সে। পরে ওইখানে তার একটি গুলি এসে গায়ে লাগে। খবর পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে মৃত্যু হয় তার।
তিনি আরও জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকার আনোয়ার মোল্লা সন্তান। নিহত হাবিবের দুই সন্তান রয়েছে।
Advertisement
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল আমিন/এসএনআর/জেআইএম