দেশজুড়ে

গাইবান্ধা এলজিইডির সেই নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

Advertisement

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে কর্মস্থল ত্যাগ করার অভিযোগ রয়েছে। এছাড়া গাড়িতে অবৈধ অর্থ বহন ও তা যৌথ বাহিনী কর্তৃক জব্দ করার বিষয়টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ (খ) ও (ঘ) অনুসারে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। ২০১৮ এর বিধি ১২ (১) অনুসারে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি খোরপোশ ভাতা পাবেন।

এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) দিনগত রাত ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোষ্টে তল্লাশিকালে ছাবিউল ইসলামকে বহনকারী একটি প্রাইভেটকারের মধ্য থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক, সিংড়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) সনজয় কুমার সরকার, নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমানসহ যৌথ বাহিনীর সদস্যরা।

তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে সামিউল ইসলাম দাবি করেন, তিনি জমি বিক্রির টাকা নিয়ে গাইবান্ধা থেকে রাজশাহীর নিজ বাসায় নিয়ে যাচ্ছিলেন। কিন্তু তিনি এ সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ দিতে ব্যর্থ হন। পরে পুলিশ বিষয়টি দুদককে জানায় এবং সন্ধ্যায় টাকা ও প্রাইভেটকারটি জব্দ দেখিয়ে শুক্রবার সন্ধ্যায় শর্ত সাপেক্ষে ছাবিউল ইসলামকে পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়।

Advertisement

এরপর জব্দ করা প্রায় ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। রোববার (১৬ মার্চ) বিকেলে নাটোরের সিংড়া আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান এ আদেশ দেন। এসব ঘটনার পরে মঙ্গলবার (১৮ মার্চ) স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিনের সই করা প্রজ্ঞাপনে প্রকৌশলী ছাবিউল ইসলামকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে প্রকৌশলী ছাবিউল ইসলামের সাথে মোবাইলে সাময়িক বরখাস্তের বিষয়ে জানতে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

রেজাউল কমি রেজা/এসএএইচ