দেশজুড়ে

সাভারে ধাওয়া করে ধরে যুবককে কুপিয়ে হত্যা

ঢাকার সাভারে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড।

Advertisement

মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে সাভার পৌর সিআরপি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম সুলতান হোসেন সাগর। তিনি সাভার ডগরমোড়া এলাকার মৃত তসলিম উদ্দিনের ছেলে। পেশায় একজন রংমিস্ত্রি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী সাগরকে ডগরমোড়া এলাকা থেকে ধাওয়া করে। তিনি সিআরপি তিন রাস্তা মোড়ে পৌঁছলে তাকে উপর্যুপরি কুপিয়ে সঙ্গাহীন অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা সাগরকে এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Advertisement

এনাম মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিব আল মাহমুদ শুভ বলেন, রাত ১১টা ৪০ মিনিটে সাগরকে সঙ্গাহীন অবস্থায় হাসপাতালে আনা হয়। আমরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করি। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের আটকের চেষ্টা চলছে।

মাহফুজুর রহমান নিপু/এফএ/এএসএম

Advertisement