বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের ফুটবল খেলোয়াড় হামজা চৌধুরীর আগমনে দেশের ফুটবলে যখন উচ্ছ্বাস চলছে, ঠিক তখনই জাতীয় দল থেকে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম বাদ পড়া কেন্দ্র করে অস্বতি ও অস্থিরতাও সৃষ্টি হয়েছে। প্রাথমিক দলে ডাক পাওয়া এই ফুটবলারকে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শেষে বাদ দিয়েছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে একদল ফুটবল সমর্থক।
Advertisement
কয়েকদিন আগে ফাহমিদুলকে ক্যাম্পে ডাকা নিয়ে গণমাধ্যমে নিজের মতামত তুলে ধরেছিলেন সাবেক দুই তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম ও আলফাজ আহমেদ। তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুই ফুটবলারকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এর মধ্যে আলফাজ আহমেদ অভিযোগ করেছেন তাকে ও তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করতে হুমকি দেওয়া হচ্ছে। তাই মঙ্গলবার (১৮ মার্চ) দিনগত রাত পৌনে ১টার দিকে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আলফাজ আহমেদ দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।
আলফাজের দেওয়া স্ট্যাটাস পাঠকদের জন্য হুবহু তুলে দেওয়া হলো- আসসালামু আলাইকুম, প্রিয় দেশবাসী। আপনাদের সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী,গত কিছুদিন ধরে বিভিন্ন ইন্টারভিউতে আমাকে করা কিছু প্রশ্নের জবাবে আমি দেশের ফুটবলের স্বার্থে কিছু মত প্রকাশ করেছিলাম। স্বাধীন দেশে ব্যক্তিস্বাধীনতা আমাদের সবারই আছে, তাই আমার মতামতের পরিপ্রেক্ষিতে আপনারাও আপনাদের মতামত প্রকাশ করেছেন বা করছেন। আপনাদের সকলের মন্তব্যকে আমি শ্রদ্ধা করি, আমার সব বক্তব্যই আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে, তা আমিও আশা রাখি না।
আমার কথাগুলো আপনাদের সকলের কাছে সঠিকভাবে তুলে ধরা হয়নি। আমার ব্যক্তিগত মতামতের ভিত্তিতে কখনোই জাতীয় ফুটবল ফেডারেশন কোনো সিদ্ধান্ত জানাবে না। কিংবা আমার মন্তব্যের জন্য জাতীয় দল গঠন হবে না।
Advertisement
আমি দেশের জন্য হয়তো কোনো অবদান রাখতে পারিনি ,তবে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অবশ্যই কিছু আশা রাখি। আপনাদের মতো আমিও এই দেশের ফুটবলকে ভালোবাসি।বাকি সবার মত আমিও চাই দেশের ভালো সম্মান অর্জন হোক।
ফাহমিদুলের দ্বারা যদি দেশের সম্মান আনা যায় তবে আপনাদের সাথে আমিও একমত। বর্তমানে এই ইস্যুর কারণে আমাকে ও আমার পরিবারকে ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হচ্ছে। এভাবে আমাকে ব্যক্তিগত আক্রমণ না করার অনুরোধ করছি এবং আমার বক্তব্যের জন্য যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন বা কেউ কষ্ট পেয়ে থাকেন, তার জন্যও আমি দুঃখিত।
আরআই/এসএএইচ
Advertisement