বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডার প্রতি কাতার পূর্ণ সমর্থন জানিয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি।
Advertisement
মঙ্গলবার (১৮ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রদূত তার সরকারের এ বার্তা পৌঁছে দেন।
বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে কাতার আগ্রহী বলেও প্রধান উপদেষ্টাকে জানান রাষ্ট্রদূত।
এসময় ড. ইউনূস বলেন, ‘এটি অত্যন্ত চমৎকার সংবাদ।’ তিনি কাতারের আমিরকে এ সহায়তার জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Advertisement
আরও পড়ুন
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন: তুলসী গ্যাবার্ড ধর্ষণ মামলার পর বাবা খুন, হত্যাকারী শনাক্ত করতে পারেনি পুলিশপ্রধান উপদেষ্টা কাতারের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ ও তাদের কারখানা দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে স্থানান্তরের আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। কাতারের ব্যবসায়ীরা এখানে বিনিয়োগের সুযোগ খুঁজে নিতে পারবেন। আগামী এপ্রিলে ঢাকায় একটি বিনিয়োগ সম্মেলন আয়োজন করা হবে বলে জানান তিনি।
রাষ্ট্রদূত আমন্ত্রণের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, তার দেশ থেকে আরও ব্যবসায়ী শিগগির বাংলাদেশ সফর করবেন।
Advertisement
ড. ইউনূস তার সরকারের সংস্কার কর্মসূচি এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য গঠিত ঐকমত্য কমিশনের কাজের বিষয়টি রাষ্ট্রদূতকে অবহিত করেন।
আরও পড়ুন
ইরানের পরমাণু স্থাপনায় হামলা ‘আঞ্চলিক বিপর্যয়’ ডেকে আনবে: কাতারএপ্রিলে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তার কাতার সফরে যাওয়ার কথা রয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা।
এমইউ/এমকেআর/এমএস