বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হলের সিট সংকট দূরীকরণে থালা-বাটি বাজিয়ে বিক্ষোভ করেছেন সুলতানা রাজিয়া হলের দ্বিতীয় বর্ষের ছাত্রীরা।
Advertisement
মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে হলের সামনে ছাত্রীরা অবস্থান নেন। এসময় হলের সিট সংকট এবং কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা। ‘শতভাগ আবাসন, প্রহসন প্রহসন’—স্লোগানে সিট সংক্রান্ত বৈষম্যের প্রতিবাদ জানাতে থাকেন ছাত্রীরা। এসময় অনেককে থালা-বাটি বাজিয়ে প্রতিবাদ জানাতে দেখা যায়।
ওই হলের ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, সুলতানা রাজিয়া হলে অবকাঠামোগতভাবে কোনো গণরুমের ব্যবস্থা না থাকলেও লাইব্রেরি, জিমরুম, কমনরুম এবং ডাইনিং রুমে কাঠের তক্তা দিয়ে গণরুমে পরিণত করা হয়েছে। পাঁচটি ছাত্রী হলের মধ্যে শুধু সুলতানা রাজিয়া হলেই নিছক গণরুমে ডাবলিং করে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। সিট সংকটের বিষয়টি প্রভোস্টকে জানিয়েও প্রতিকার পাননি তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক দ্বিতীয় বর্ষের একজন ছাত্রী বলেন, ‘গণরুমের কারণে আমাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। পড়াশোনার কোনো পরিবেশ নেই। আমরা এ সমস্যার সমাধান চাই। আমরা সিঙ্গেল সিট চাই।’
Advertisement
আসিফ ইকবাল/এসআর/এএসএম