আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ইস্যুতে চলছে ট্রাম্প-পুতিন ফোনালাপ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে পূর্বনির্ধারিত টেলিফোন আলাপ শুরু হয়েছে।

Advertisement

বাংলাদেশ সময় রাত আটটার দিকে শুরু হওয়া আলোচনাটি এখনো চলছে বলে জানিয়েছেন হোয়াইট হাউজেরর ডেপুটি চিফ অফ স্টাফ ড্যান স্ক্যাভিনো।

গত জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর দুই প্রেসিডেন্টের মধ্যে এটি দ্বিতীয় আলাপ।

রোববার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, ইউক্রেন যুদ্ধ ইস্যুতে মঙ্গলবার (১৮ মার্চ) রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন তিনি।

Advertisement

পরে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছিল, রাশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা (বাংলাদেশ সময় রাত নয়টা) নাগাদ কথোপকথন শুরু হতে পারে।

রোববার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে যাত্রাপথে সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন, পুতিনের সঙ্গে কথোপকথনে ভূমি ও বিদ্যুৎকেন্দ্রের বিষয়গুলো সামনে আনতে চান তিনি।

ট্রাম্প বলেন, দেখি যুদ্ধের ইতি টানা যায় কি না। হয়তো আমরা পারবো, হয়তো পারবো না। তবে, একটা ভালো সুযোগ রয়েছে বলে মনে করি।

সূত্র: বিবিসি

Advertisement

এমএসএম