জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক শান্ত রায়হানসহ অভিবাসন খাতের চার সাংবাদিককে ফেলোশিপ দিয়েছে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)। মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই ফেলোশিপ দেওয়া হয়। জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও আধুনিক দাসত্ব বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য এ ফেলোশিপ দেওয়া হয়।
Advertisement
এতে সংবাদপত্র (বাংলা) ক্যাটাগরিতে ফেলোশিপ পেয়েছেন-প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মো. মহিউদ্দিন, সংবাদপত্র (ইংরেজি) ক্যাটাগরিতে ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ মো. আব্বাস, টেলিভিশন ক্যাটাগরিতে ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার তাহসিনা সাদেক এবং অনলাইন ক্যাটাগরিতে জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক রায়হান আহমেদ।
আয়োজকরা জানান, নিরপেক্ষ জুরি বোর্ডের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের আবেদন থেকে প্রতিযোগিতার ভিত্তিতে চারজনকে বেছে নেওয়া হয়।
অনুষ্ঠানে অভিবাসন খাতের বিশেষজ্ঞরা অভিবাসন সাংবাদিকতার গুরুত্ব ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
Advertisement
এসময় বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউএন উইং ইকোনমিক রিলেশন বিভাগের অতিরিক্ত সচিব ও উইং প্রধান এ কে এম সোহেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ও ফেলোশিপ জুরি বোর্ডের সদস্য মো. আবদুল মালেক, ওকাপের চেয়ারপারসন শাকিরুল ইসলাম, ওকাপের নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরী প্রমুখ।
আরএএস/এমআইএইচএস/এএসএম